বিরাটের শততম টেস্ট, ফিরে দেখা কোহলির টেস্ট কেরিয়ারের রেকর্ড-পরিসংখ্যান ও স্মরণীয় মুহূর্ত

১১ বছরের বেশি  সময় ধরে টেস্ট ক্রিকেট খেলছেন বিরাট কোহলি (Virat Kohli)। পৌছেছেন সাফল্যের শীর্ষে। খারাপ সময় থেকে ঘুড়ে দাঁড়িয়ে কামব্যাক করে ফের বাজিয়েছেন নিজের জয় ডঙ্কা। শুক্রবার শ্রীলঙ্কার (Sri Lanka)বিরুদ্ধে নিজের কেরিয়ারের শততম টেস্ট ম্য়াচ (100th Test Match) খেলতে নামবেন প্রাক্তন ভারত অধিনায়ক (Former Indian Captain)। ইতিমধ্যে কেরিয়ারের মাইল স্টোন ম্য়াচে নামার আগে নিজের অনুভূতির কথা জানিয়েছেন বিরাট। শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণরা। শততম টেস্ট ম্য়াচের মাইলস্টোন গড়ার আগে এক ঝলকে দেখে নিন বিরাট কোহলির টেস্ট কেরিয়ারের পরিসংখ্যান, রেকর্ড (Statistics and Record) ও স্মরণীয় মুহূর্ত। 

Sudip Paul | Published : Mar 3, 2022 1:57 PM IST
115
বিরাটের শততম টেস্ট, ফিরে দেখা কোহলির টেস্ট কেরিয়ারের রেকর্ড-পরিসংখ্যান ও স্মরণীয় মুহূর্ত

২০১১ সালের ২০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংসস্টোনে টেস্ট অভিষেক হয়েছিল বিরাট কোহলির। যদিও অভিষেক সিরিজ খুব একটা স্মরণীয় হয়নি  বিরাটের। টেস্ট কেরিয়ারের প্রথম ম্যাচে ১০ বল খেলে ৪ রান করে আউট হন তিনি। সিরিজে ৩ ম্য়াচে করেছিলেন ৭৬ রান।

215

টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরির জন্য বিরাট কোহলিকে অপেক্ষা করতে হয়েছিল ১৪ তম ইনিংস পর্যন্ত। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে সিরিজের শেষ টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ছয় নম্বরে ব্যাট করে ১১৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি।

315

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের তৃতীয় টেস্টে ১৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। বিরাটের ইনিংসের সৌজন্যে ম্য়াচ ড্র করে ভারত। এই ম্য়াচের পরই টেস্ট ক্রিকেটে থেকে অবসর গ্রহণ করেন ধোনি। অধিনায়কত্বের দায়িত্ব পান বিরাট কোহলি।
 

415

২০১৬ সালের ২১ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ২৩৮ বল খেলে ২০০ রান করেছিলেন ভারত অধিনায়ক বিরাট। বিরাটের দ্বিশতরানের ইনিংস সাজানো ছিল ২৪টি চার দিয়ে।

515

২০১৯ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারের সেরা ইনিংসটি খেলেছিলেন বিরাট কোহলি। ৩৩৬ বলে ২৫৪ রানের নট আউট ইনিংস খেলেছিলেন। কোহলির ডাবল সেঞ্চুরি সাজানো ছিল ৩৩টি চার ও ২টি ছয় দিয়ে। সেই ম্যাচে ভারত এক ইনিংস ও ১৩৭ রানে জিতেছিল।

615

২০১৯ সালের ২২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম গোলাপি বল টেস্টে শেষ বার সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ১৯৪ বল থেলে ১৩৬ রান করেছিলেন ভিকে। বিরাটের শেষ সেঞ্চুরি সাজানো ছিল ১৮টি চার দিয়ে। ওই টেস্টে কোহলির ভারত এক ইনিংস ও ৪৬ রানে জিতেছিল।

715

এখনও পর্যন্ত খেলা ৯৯টি টেস্টের মধ্যে কোহলি নেতা হিসেবে খেলেছেন ৬৮টি টেস্টে। ফলে বেশির ভাগ নজিরই টেস্ট অধিনায়ক হিসেবে। টেস্টে অধিনায়ক হিসেবে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ম্য়াচ নেতৃত্ব দিয়েছেন কোহলি। সব থেকে বেশি জেতার নজিরও তাঁর। ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪০ বার।

815

ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানের বিচারে ছয় নম্বরে রয়েছেন কোহলি। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাওস্কর, ভি ভি এস লক্ষ্মণ ও বীরেন্দ্র সহবাগের পরে। সৌরভ গঙ্গোপাধ্যায়, দিলীপ বেঙ্গসরকারদের মতো কিংবদন্তিদের পেরিয়ে গিয়েছেন কোহলি।
 

915

টেস্টে সেঞ্চুরির তালিকায় ভারতীয়দের মধ্যে চার নম্বরে কোহলি।  ২৭টি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। ৫১ সেঞ্চুরি করে শীর্ষে সচিন তেন্ডুলকর। ৩৬ সেঞ্চুরি করে রাহুল দ্রাবিড় দুইয়ে। তিনে সুনীল গাওস্কর। ৩৪টি সেঞ্চুরি রয়েছে লিটল মাস্টারের। 

1015

একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সিরিজে ৪ টেস্টে ৬৯২ রান করেছিলেন। প্রথম দু’টি স্থানে সুনীল গাওস্কর।  কেরিয়ারে দুটি টেস্ট সিরিজে ৭৭৪ এবং ৭৩২ রান করেছিলে সানি।
 

1115

টেস্ট ক্রিকেটে দ্বিশতরান করার নিরিখে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছেন কোহলি। তিনি সাতটি দ্বিশতরান করেছেন। ভারতীয়দের মধ্যে টেস্টে সব থেকে বেশি দ্বিশতরান তাঁরই। ৬টি করে দ্বিশতরান রয়েছে সচিন এবং বীরেন্দ্র সহবাগের। 
 

1215

টানা চার টেস্ট সিরিজে দ্বিশতরান করার নজির রয়েছে কোহলীর। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে সব থেকে বেশি রান করার নিরিখে তিন বার শীর্ষে ছিলেন কোহলী। ২০১২, ২০১৫ এবং ২০১৬ সালে। কোনও ভারতীয়ের এই কৃতিত্ব নেই।
 

1315

২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে প্রথম ভারতীয় অধিনায়ক ও ভারতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতেন বিরাট কোহলি। ভারতীয় দলকে টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে নিয়ে গিয়েছিলেন বিরাট।

1415

এখনও পর্যন্ত ভারতের হয়ে যে ৯৯টি টেস্ট ম্য়াচ খেলেছেন বিরাট কোহলি, তাতে তার পরিসংখ্যান সত্যিই ঈর্শ্বনীয়। ৯৯টি টেস্টে ১৬৮টি ইনিংসে বিরাট কোহলির মোট সংগ্রহ ৭৯৬২ রান। অর্থাৎ আর ৩৮ রান করতে পারলেই ৮ হাজার টেস্ট রানের মাইল ফলকও স্পর্শ করে ফেলবেন  বিরাট কোহলি। সচিন, গাভাসকর, দ্রাবিড়দের সঙ্গে একই আসনে বিরাজমান হবেন তিনি। 
 

1515

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির গড় ৫০.৩৯।  সর্বোচ্চ স্কোর ২৫৪ রান। শতরান করেছেন ২৭টি। অর্ধশতরান করেছেন ২৮টি। ক্যাচ ধরেছেন ১০০টি। টেস্টে বিরাটের দ্বিশতরানের সংখ্যা সাতটি। শততম টেস্ট ম্য়াচে বিরাটের ব্য়াটে সেঞ্চুরি দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos