শুধু রবি বিষ্ণোই একা নয়, অভিষেকেই ম্য়াচের সেরা হয়েছেন মোট ৮ জন ভারতীয় ক্রিকেটার

দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) খেলার স্বপ্ন থাকে সব ক্রিকেটারদের। কিন্তু অভিষেকেই যদি ম্য়াচের সেরা ক্রিকেটার হওয়া য়ায় তাহলে তো স্বপ্নের শুরু। সেই  কাজই বুধবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে করে দেখালেন  তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। তবে শুধু রবি বিষ্ণোই একাই নয়, এমন টি২০ ক্রিকেটে (T20 Cricket) নজির এর আগে রয়েছে আরও ৭ জন ভারতীয় ক্রিকেটারের (Indian Cricketer)। দেখে নিন তালিকায় কারা।
 

Sudip Paul | Published : Feb 17, 2022 6:33 PM
18
শুধু রবি বিষ্ণোই একা নয়, অভিষেকেই ম্য়াচের সেরা হয়েছেন মোট ৮ জন ভারতীয় ক্রিকেটার

দীনেশ কার্তিক-
২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্য়াচ খেলে ভারতীয় ক্রিকেট দল। সেই ম্য়াচে অভিষেক হয় দীনেশ কার্তিকের। তিনি ২৮ বলে অপরাজিত ৩১ রান করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। 

28

প্রজ্ঞান ওঝা-
এই তালিকায় রয়েছেন প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝাও।  ২০০৯ সালে নটিংহ্যামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন প্রজ্ঞান ওঝা।  ২১ রানে ৪ উইকেট নেন তিনি। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত বাঁ হাতি স্পিনার।

38

এস বদ্রিনাথ-
প্রাক্তন ভারতীয় মিডল অর্ডার ব্য়াটসম্য়ান এস বদ্রীনাথও এই তালিকায় রয়েছেন। ২০১১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল এস বদ্রিনাথের। ম্য়াচে ৩৭ বলে ৪৩ রান করেন তিনি। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

48

অক্ষর প্যাটেল-
ভারতীয় দলের বাঁ-হাতি স্পিনার অলরাউন্ডার অক্ষর প্য়াটেলও তার জীবনের প্রথম ম্য়াচে সেরা নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয় অক্ষর প্যাটেলের। তিনি ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন। 
 

58

বরিন্দর স্রান-
ভারতীয় দলের হয়ে কেরিয়ার খুব একটা লম্বা না হলেও কেরিয়ারের প্রথম ম্য়াচে সেরে নির্বাচিত হয়েছিলেন বরিন্দ্র স্রান। ২০১৬ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয় বরিন্দরের।  ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এই পেসার।
 

68

নভদীপ সাইনি-
বর্তমান ভারতীয় ক্রিকেট দলের পেসার নবদীপ সাইনিও নিজের অভিষেক ম্য়াচে ম্য়ান অফ দ্য ম্য়াচ নির্বাচিত হন। ২০১৯ সালে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ খেলতে নামেন নভদীপ সাইনি। অভিষেকেই তিনি ১৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। যার সুবাদে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি।

78

হার্শাল প্যাটেল-
২০২১ আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার পর গত বছরই রাঁচিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হার্শালের প্য়াটেলের। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে নিজের কেরিয়ারের প্রথম টি২০ ম্য়াচে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্য়াচের সেরা নির্বাচিত হন।

88

রবি বিষ্ণোই-
সর্বশেষ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। যেই সুবাদে ম্যান অফ দ্যা ম্য়াচ নির্বাচিত হন তিনি। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos