এছাড়া পিঙ্ক বল টেস্টে স্পিনারদের নেওয়া দ্রুততম উইকেট নেওয়ার বিচারেও দ্বিতীয় স্থানে উঠে এলেন অক্ষর প্যাটেল। ২০১৬ সালে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেট নিয়েছিলেন। অক্ষর প্যাটেল মোতেরাতে উইকেট নেন সপ্তম ওভারের প্রথম বলে।