সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির বৌদির ফ্যান ফলোয়ার্সও কম নয়। ফ্যাশন সেন্সও যথষ্ট রয়েছে চেতনা কোহলির। তার ছবি শেয়ার কর পরই লাইক, লাভ, কমেন্টের বন্যায় বয়ে যায়। বিশেষ করে শাড়ি পড়া ছবিগুলিতে খুবই হট দেখায় চেতনা কোহলিকে। যেখানে অনেকেই বলে শাড়ি পড়া লুকসে অনুষ্কাও বলে বলে ১০ গোল দেন বিরাট কোহলির সুন্দরী বৌদি।