লন্ডনের রাস্তায় বিরাট-অনুষ্কার রোমান্স থেকে খুনসুটি, ভাইরাল ছবি ঝড় তুলল নেট দুনিয়ায়

বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের পর থেকে ইংল্যান্ডেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানেই ছুটি কাটিয়েছে বিরাট-রোহিতরা। বর্তমানে অনুশীলন ম্যাচে কোহলি ব্যস্ত থাকলেও, তার আগে ছুটি কাটানোর সময় লন্ডনের রাস্তা স্ত্রী অনুষ্কার সঙ্গে তুলেছে মজাদার ছবি, করেছেন চুটিয়ে রোমান্স। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্কা শর্মা। যা ভাইরাল নেট দুনিয়ায়। 
 

Sudip Paul | Published : Jul 17, 2021 1:27 PM IST / Updated: Jul 17 2021, 06:58 PM IST
110
লন্ডনের রাস্তায় বিরাট-অনুষ্কার রোমান্স থেকে খুনসুটি, ভাইরাল ছবি ঝড় তুলল নেট দুনিয়ায়
অনুশীলন ম্যাচের আগে লন্ডনের রাস্তায় রোমান্স বিরাট কোহিলি-অনুষ্কার শর্মার।
210
বিরাটের সঙ্গে হাঁটতে বেরিয়ে লন্ডনের ছবির মত রাসস্তায় বিভিন্ন পোজে ছবিও তুললেন অনুষ্কা শর্মা।
310
জিন্স ও জ্য়াকেট পড়ে চুলে হাত দিয়ে অনুষ্কার শর্মার ছবি ইতিমধ্যেই ঝড় তপলেছে নেট দুনিয়ায়।
410
যদিও বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা একা ছিলেন না। তাঁদের ক্যামেরাবন্দি করার জন্য সঙ্গে ছিলেন মেক-আপ শিল্পী ক্লোভার উটন।
510
তবে সবথেক বেশি নেটিডজেনরা পছন্দ করেছে বিরাট-অনুষ্কার রোমান্টিক পোজের ছবি। যা একে ক্যান্ডিড বলা চলে।
610
রাস্তায় কোয়ালিটি টাইম কাটাতে বেরিয়ে স্ত্রীর সঙ্গে মজা করতে ভোলেননি ভারত অধিনায়ক। বিরাটের এই পোজে ছবি দেখে হাসির রোল নেট দুনিয়ায়।
710

লন্ডনের রাস্তা বিরাট ও অনুষ্কার এই মজাদার রোমান্স এখন নেট দুনিয়ায় ভাইরাল। আরও একবার তারকা জুটিতে মজেছে নেটিজেনরা।
 

810

এর আগে মেয়ের ৬ মাসের জন্মদিন  সহ বিভিন্ন মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিরুষ্কা।
 

910

যেই ছবিতে ছোট্ট ভামিকাকে দেখার জন্য নেট দুনিয়ার বাসিন্দা থেকে বিরাট-অনুষ্কা ভক্তরা রীতিমত হামলে পড়েছিল।
 

1010

বর্তমানে লন্ডনে অনুশীলন ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি। তারপর ৪ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে টেস্ট সিরিজ। তার আগে বিরুষ্কার রোমান্স ঝড় তুলল নেট দুনিয়ায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos