ফের হট অবতারে ধরা দিলেন হার্দিক পত্নী নতাসা, ছবি দেখে রাতের ঘুম উড়ল নেট দুনিয়ার

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তিনটি টেস্টে প্রথম একাদশে সুযোগ না হলেও, অনুশীলনে নিজের সেরাটা দিচ্ছেন হার্দিক। এই সিরিজে পরিবারকে নিয়ে থাকার অনুমতি দিয়েছে বিসিসিআই। খেলার বাইরে পরিবারের সঙ্গে যে হার্দিক কোয়ালিটি টাইম কাটাচ্ছেন হার্দিক-নতাসা-অগস্ত্য তা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি থেকেই প্রমাণিত। কিন্তু এবার ফের নিজের হট অবতারে ধরা দিলেন সার্বিয়ান অভিনেত্রী নতাসা। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
 

Sudip Paul | Published : Mar 2, 2021 11:05 AM / Updated: Mar 02 2021, 11:06 AM IST
110
ফের হট অবতারে ধরা দিলেন হার্দিক পত্নী নতাসা, ছবি দেখে রাতের ঘুম উড়ল নেট দুনিয়ার

খেলার বাইরে পরিবারের সঙ্গে যে বিন্দাস সময় কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া তা সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি থেকেই প্রমাণিত।
 

210

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নতাসা স্তানোকোভিচও। প্রায়শই নিজেরে হট অবতারের ছবি নেট দুনিয়ায় শেয়ার করে থাকেন তিনি।
 

310

মা হওয়ার আগে নতাসার বিকিনি পরিহিত একাধিক ছবি নেট দুনিয়ায় রীতিমত ঝড় তুলেছিল। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই সব ছবি।
 

410

এবার ফের নিজের হট লুকসের ছবি সোশ্যালব মিডিয়ায় শেয়ার করলেন নতাসা। যা খুবই পছন্দ করেছেন তার অনুগামীরা।
 

510
কালো ড্রেস পড়ে এই সেলফিটি শেয়ার করেছিলেন নতাসা। যা ইতিমদ্যেই ৩ লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন।
610
নতাসার ছবির অপেক্ষায় এখনও বসে থাকেন তার অনুগামীরা। তাই কোনও ছবি শেয়ার করার পর মুহুর্তের মধ্যে তা চর্চার কেন্দ্রে চলে আসে।
710
নিজের ফিটনেস ও ফিগারের ওপরও খবই নজর দেন নতাসা। তাই স্পোর্টস ড্রেস পড়ে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন নতাসা।
810
যেই ভিডিওতে তাকে ফিটনেস ট্রেনিং করতে দেখা যাচ্ছে। ফিটনেসের নানা রকম পদ্ধতি তিনি অবলম্বন করেন ভিডিওতে।
910
সেই ভিডিও মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। হট ও স্টানিং লুকসে নতাসাকে খুবই পছন্দ করেছেন তার ভক্তরা।
1010

ফলে হার্দিক, নতাসা ও অগস্ত্য ছোট পরিবার ও সুখী পরিবার যে সুখেই তাদের জীবন অতিবাহিত করছে তা বলার অপেক্ষা রাখে না।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos