টি২০ বিশ্বকাপের রিহার্সাল সারল ভারত, ৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বিরাট ব্রিগেড

শেষ টি২০ ম্যাচে অনবদ্য ক্রিকেট খেলল ভারতীয় দল। ব্য়াট-বলে দুরন্ত পারফর্ম করল বিরাট কোহলির দল। ৩৬ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচের টি২০ সিরিজ ৩-২ ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২২৪ রানের বিশাল স্কোর করে ভারতীয় দল। অনবদ্য ব্যাটিং করেন বিরাট, রোহিত, সূর্যকুমার, হার্দিক। জবাবে দুরন্ত শুরু করলেও, পরের দিকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইয়ন মর্গ্যানের দল। ১৮৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
 

Sudip Paul | Published : Mar 20, 2021 5:46 PM IST
110
টি২০ বিশ্বকাপের রিহার্সাল সারল ভারত, ৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বিরাট ব্রিগেড
এদিন ফের টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান।ভারতের হয়ে ওপেন করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটি। দুরন্ত শুরু করেন দুই ওপেনার। ওপেনিং জুটিতে ৯ ওভারে ৯৪ রানের পার্টনারশিপ করেন বিরাট ও রোহিত।
210
এদিন ব্যাট হাতে প্রথম থেকেই ছন্দে ছিলেন রোহিত শর্মা। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে ইংল্যান্ড বোলারদের নিয়ে ছেলে খেলা করেন হিটম্য়ান। শেষে ৪টি চার ও ৫টি ছয় মেরে ৩৪ বলে ৬৪ রান করে আউট হন রোহিত।
310
অপরদিকে প্রথমে একটি ধীরে শুরু করলেও, পরের দিকে নিজের গিয়ার চেঞ্জ করেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ৫২ বলে ৮০ রানের ক্যাপ্টেন্স ইনিংস খেলেন বিরাট। ৭টি চার ও ২টি ছয়ে সাজানো তার ইনিংস।
410
ছোট ইনিংস খেললেও বিধ্বংসী ব্যাটিং করেন সূর্যকুমার যাদব। ৩টি চার ও ২টি ছয়ে মেরে ১৭ বলে ৩২ রান করেন নতুন ভারতীয় তারকা। পরপর দুম্য়াচে নিজের জাত চিনিয়ে টি২০ বিশ্বকাপের দলের অন্যতম দাবিদার হয়ে উঠলেন সুর্যকুমার।
510
এদিন নিজের বিধ্বংসী মেজাজে ছিলেন হার্দিক পান্ডিয়াও। বিরাট কোহলির সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ করেন হার্দিক। নিজে ১৭ বলে ৪৯ রান করে নট আউট থাকেন হার্দিক। মারেন ৪টি চার ও ২টি ছয়।
610
শেষে নির্ধারিত ২০ ওভারে ২২৪ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ভারতীয় দল। উইকেটে পড়ে মাত্র ২। ইংল্যান্ডকে ২২৫ রানের বিশাল টার্গেট দিয়া বিরাট কোহলির দল।
710
ব্যাট করতে নেমে শুরুতেই জেসন রয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্য়ান্ড দল। পরে অনবদ্য ব্যাটিং করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরায় ডেভিড মালান ও জস বাটলার জুটি। ১৩০ রানের পার্টনারশিপ করেন তারা। একসময় ইংল্যান্ডের জয়ের আশাও তৈরি করেছিল এই দই ব্যাটসম্যান।
810
কিন্তু জস বাটলার আউট হন ৩৪ বলে ৫২ রান করে। ডেভিড মালান আউট হন ৪৬ বলে ৬৮ রান করে। এই দুই ব্য়াটসম্যান আউট হওয়ার পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড দল।
910
একের অপর এক উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে ইংল্যান্ডের উপর। পরের দিকে কোনও ব্য়াটসম্যানই আর রান পায়নি। ১৮৮ রানে শেষ হয় ইয়ন মর্গ্যানের দলের ইনিংস। ভারতের হয়ে শার্দুল ঠাকুর নেন ৩টি উইকেট, ২টি উইকেট পান ভুবনেশ্বর কুমার, একটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া ও টি নটরাজন।
1010

৩৬ রানে ম্যাচ জিতে ৫ ম্য়াচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল বিরাট কোহলির দল। সিরিজে দুবার পিছিয়ে পড়েও দুরন্তভাবে কামব্যাক করে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে টি২০ বিশ্বকাপের রিহার্সালও সেরে রাখল ভারতীয় দল।  

Share this Photo Gallery
click me!

Latest Videos