গত দু’বছরের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে বাকি তিন জনকে কতটা পিছনে ফেলেছেন রুট। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে টেস্টে মোট ১১টি শতরান করেছেন রুট। কোহলী শেষ শতরান করেছিলেন ২০১৯ সালের ২২ নভেম্বর। স্মিথ শেষ শতরান করেছিলেন ৭ জানুয়ারি, ২০২১। উইলিয়ামসনের ব্যাট থেকে শেষ শতরান এসেছিল ৩ জানুয়ারি, ২০২১।