এই সুপার 'হট অ্যান্ড সেক্সি' মডেলের প্রেমে 'ক্লিন বোল্ড' ইশান কিষাণ, রূপের জাদুতে ঘায়েল হবেন আপনিও

গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আরসিবির বিরুদ্ধে প্রথম খেলতে নেমেই নিজের জাত চিনিয়েছেন তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান ইশান কিষাণ। ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। যদিও সুপার ওভারে ম্য়াচটি হেরে গিয়েছিল রোহিত শর্মার দল। কিন্তু ইশান কিষাণের ইনিংসের প্রশংসা করেছেন সকলেই। আপনারা কি জানেন, ক্রিকেটার ইশান কিষাণ যতটা অনবদ্য, ততটাই ভাল প্রেমিক ইশান কিষাণ। চলুন জানা যাক ইশান কিষাণের লাভ লাইফ সম্পর্কে।

Sudip Paul | Published : Mar 17, 2021 11:57 AM IST
124
এই সুপার 'হট অ্যান্ড সেক্সি' মডেলের প্রেমে 'ক্লিন বোল্ড' ইশান কিষাণ, রূপের জাদুতে ঘায়েল হবেন আপনিও

২০১৯ আইপিএলে নজর কেড়েছিলেন তিনি। আর প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ইংল্যান্ডের ৩২ বলে ৫৬ রান করে তারকা হয়ে উঠেছেন ইশান কিষাণ।
 

224

ভারতীয় দলের আগামী ভবিষ্যত হিসেবে যে সকল ক্রিকেটারকে ধরা হচ্ছে তাদের মধ্যে ইশান কিষাণ অন্যতম। 
 

324

২০১৯ সালে আইপিএলে প্রথম ম্যাচেই আরসিবির বিরুদ্ধে ৯৯ রানের তার বিধ্বংসী ব্যাটিং প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেট বিশ্বের।
 

 

424

যদিও ম্য়াচ জিততে না পারার আক্ষেপ ছিল ইশান কিষাণের মধ্যে। মাঠের মধ্যেই তাকে কাঁদতে দেখা গিয়েছিল।
 

524

কিন্তু ক্রিকেটার নয়, প্রেমিক ইশান কিষাণও নেট দুনিয়ায় খুবই চর্চায় থাকে। আর তার যে বান্ধবী, সেই কারণেই চর্চায় থাকাটাই স্বাভাবিক।
 

624

ইশান কিষাণ ডেটিং করছেন বিখ্যাত মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে। আরসিবির বিরুদ্ধে ইশান কিষাণের সেই ইনিংস দেখেছিলেন তার বান্ধবী।
 

724

ম্যাচ হারের পর ভেঙে পড়ছিলেন ইশান কিষাণ। সোশ্যাল মিডিয়ায় মনের জোর বাড়াতে অদিতি লিখেছিলেন, 'আমি তোমার জন্য গর্বিত'।
 

824

ইশান কিষাণের জন্য অদিতির এই কমেন্ট সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়।
 

924

তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে।
 

1024

দুজনের জুটিও খুবই সোশ্যাল মিডিয়ায় পছন্দ করেছেন সকলে। ইশান ও অদিতিকে একসঙ্গে দেখা গিয়েছে। যা নিয়ে চর্চাও কম হয়নি।
 

1124

দুজনের একসঙ্গে ছবিও একাধিকবার তারা শেয়ার করেছেন। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

1224

এর আগে আইপিএলের ম্যাচ দেখার জন্য মাঠেও গিয়েছেন ইশান কিষাণের বান্ধবী অদিতি হুন্ডিয়া।
 

1324

মডেল অদিতি হুন্ডিয়া খুবই সুন্দরী ও হট তা নিয়ে কোনও সন্দেহ নেই কারও।
 

1424

২০১৬ সালে তিনি ‘মিস রাজস্থান’ সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান।
 

1524

২০১৭ সালে মিস ইন্ডিয়া কন্টেস্টেও অংশগ্রহন করেছিলেন অদিতি হুন্ডিয়া।
 

1624

২০১৮ সালে পোল্যান্ডে ‘মিস ডিভা’ সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি ‘মিস সুপারন্যাচারাল’-এর শিরোপা পেয়েছিলেন।
 

1724

সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন এই ইশান কিষাণের বান্ধবী।
 

1824

খুব ঘন ঘন অদিতি তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই হট মডেল। 
 

1924

এক একটি ছবি সোশ্যাল মিডিয়ায় খুবই পছন্দ করেন তার ভক্ত ও অনুগামীরা। 
 

2024

অদিতি হুন্ডিয়ার ছবির জন্য অপেক্ষা করে বসে থাকেন তার ফলোয়াররা।  মুহূর্তের মধ্যে ভাইরাল হয় তার ছবি।
 

2124

সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। তার ছবিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।
 

2224

ইশান কিষাণও তার ছবিতে প্রতিক্রিয়া দেন। তাদের মধ্যে যে চুটিয়ে প্রেম চলছে তা বলাই যায়।  
 

2324

ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিংয়ের পরও ইশানকে অদিতি শুভেচ্ছা জানিয়েছেন বলা জানা গিয়েছে।
 

2424

ইশান কিষাণ ও অদিতি হুন্ডিয়ার জুটিকে খুবই পছন্দ করেন নেটিজেনরা। তাদেরকে আগামির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন সকলে।

Share this Photo Gallery
click me!

Latest Videos