চেন্নাইতে টেস্ট অভিষেক করা অক্সর প্যাটেলকেও কৃতিত্ব দিয়েছেন বিরাট। প্রথম টেস্ট খেলার কোনওরকম জড়তা অক্সরের মধ্যে ছিল না বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসেই ৫ উইকেট নিয়ে ডেবিউ চিরস্মরণীয় করে রেখেছেন অক্সর প্যাটেল। সম্পূর্ণ পরিকল্পনা করে নেমেছিল অক্সর, একইসঙ্গে ভবিষ্যতেও ও এমনই পারফরমেন্স দেবে বলে আশা প্রকাশ করেছেন বিরাট কোহলি।