পরের বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় (Australia) হবে, যেখানে পিচ হয় বাউন্সি। সেখানে উমরানের বল বিশেষ প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে। অক্ষর প্যাটেল (Axar Patel), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), দীপক চাহাররাও (Deepak Chahar) টি২০ সিরিজে ভারতীয় দলে ফিরে আসতে পারেন বলে শোনা যাচ্ছে।