ঋষভ পন্থ/ ঋদ্ধিমান সাহা-
একের পর এক টেস্টে ব্য়াট হাতে ব্যর্থ হচ্ছেন ঋষভ পন্থ। একইসঙ্গে তার শট সিলেকশন ও উইকেট উপহার দিয়ে আসা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকেই দাবি করছেন সেই জায়গায় ঋদ্ধিমান সাহাকে খেলানোর। তৃতীয় টেস্টে ঋদ্ধির খেলার অল্প সম্ভাবনা তৈরি হলেও, এগিয়ে পন্থই।