দলে একাধিক তরুণ তুর্কি, দেখে নিন জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওডিআইতে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম জিম্বাবোয়ের (India vs Zimbabwe 2022) একদিনের সিরিজ। কেএল রাহুলের ( KL Rahul) নেতৃত্বে নামবে টিম ইন্ডিয়া (Team India)। দলে কয়েক জন সিনিয়র ক্রিকেটার ছাড়া বেশির ভাগ প্লেয়ার তরুণ। ফলে সুযোগ এলে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত সকলেই। প্রথম একদিনের ম্য়াচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হতে পারে (Probable playing 11), দেখে নিন এক নজরে। 
 

Sudip Paul | Published : Aug 17, 2022 3:47 PM IST

110
দলে একাধিক তরুণ তুর্কি, দেখে নিন জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওডিআইতে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

শিখর ধওয়ান-
জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের সহ অধিনায়ক শিখর ধওয়ান। প্রথম তাকে অধিনায়ক করা হলেও কেএল রাহুল ফিট হওয়ায় তাকে সহ অধিনায়ক করা হয়। রাহুল হন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। হোয়াইট ওয়াশ করেছলেন ক্যারিবিয়ানদের। ব্যাট হাতেও ছন্দে ছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় রান করাই লক্ষ্য ধওয়ানের।

210

শুবমান গিল-
দীর্ঘ পড় আড়াই বছর পর সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফিরেছিলেন শুবমান গিল। ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করেন তিনি। জিম্বাবোয়ে সফরও তারউপর আসতে পারে ওপেনিংয়ের দায়িত্ব। নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় গিল।

310

কেএল রাহুল-
ভারতীয় দলের এই সিরিজে অধিনায়ক কেএল রাহুলের কাছে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। কার  চোট সারিয়ে ও কোভিড মুক্ত হয়ে দলে ফিরছেন তিনি। কোন পজিশনে ব্যাট করবেন তা নিয়ে কিছু জানা না গেলেও বড় রান করে এশিয়া কাপের আগে নিজের পুরোনো ছন্দে ফেরাই লক্ষ্য রাহুলের।

410

রাহুল ত্রিপঠী-
তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী আইপিএল ২০২২-এ অনবদ্য ব্যাটিং করার সুবাদে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। তবে নিজেকে প্রমাণ করার সেভাবে সুযোগ পাননি। জিম্বাবোয়ে সফরে সুযো আসলে নিজেকরে সেরাটা দিতে প্রস্তুত ত্রিপাঠী।
 

510

সঞ্জু স্যামসন-
এশিয়া কাপের দলে ডাক পাননি সঞ্জু স্যামসন। যা নিয়ে কিছুটা হতাশ রয়েছেন। তবে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে রয়েছেন তিনি। সেখানেই আরও একবার নিজের সেরাটা দিয়ে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করাই লক্ষ্য সঞ্জু স্যামসন। 

610

দীপক হুডা-
ভারতীয় দলের তরুণ হার্ড হিটার ব্যাসম্যান অল্প সময়েই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও রানের মধ্য়ে ছিলেন। এশিয়া কাপের দলেও রয়েছেন তিনি। জিম্বাবোয়ে সফরে নিজের ফর্ম ধরে রাখাই লক্ষ্য হুডার।

710

আভেশ খান-
ধারাবাহিকতার অভাব কিছুটা থাকলেও আভেশ খানের পেস ও সুইংয়ের উপর ভরসা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। জিম্বাবোয়ে সফরে ভালো বোলিং করে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে মরিয়া তরুণ ডান হাতি পেসার।
 

810

মহম্মজ সিরাজ-
ভারতীয় দলের টেস্ট ক্রিকেটে নিয়মিত খেললেওও সাদা বলের ক্রিকেটে খুব একটা নিয়মিত সুযোগ পেতেন না মহম্মদ সিরাজ। তবে শেষ কয়েকটি সিরিজ সুযোগ মেলায় তা লুফে নিয়েছে সিরাজ। জিম্বাবোয়ে সফরেওও নিজের গতি ও সুইং দিয়ে প্রতিপক্ষকে কুপকাত করতে প্রস্তুত সিরাজ।

910

প্রসিদ্ধ কৃষ্ণা-
সুইং ও বলে অতিরিক্ত বাউ্নস ভারতীয় দলের তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণার বড় অস্ত্র। সিনিয়র পেসাররা বিশ্রামে থাকায় নিয়মিত সুযোগ পাচ্ছেন তিনি। নিজের সেরাটা দিয়ে জায়দা ধরে রাখাই লক্ষ্য প্রসিদ্ধ কৃষ্ণার।

1010

রবি বিষ্ণোই-
তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই যখনও সুযোগ পেয়েছেন পারফর্ম করেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজেও নিজের সেরাটা দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos