৮ বার ফাইনাল খেলে ৫ বার চ্য়াম্পিয়ন, দেখুন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের 'বিজয় গাঁথা'

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 Cricket World Cup 2022) পঞ্চমবার বিশ্বজয় করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ফাইনালে ইংল্য়ান্ডকে হারিয়ে ছোটদের বিশ্ব চ্য়াম্পিয়ন হল অধিনায়ক যশ ধুলের (Yash Dhull)দল। এই নিয়ে ৮ বার ফাইনাল খেলে ৫ চ্য়াম্পিয়ন হল জুনিয়র  টিম ইন্ডিয়া (Team India), ৩ বার রানার্সআপ। ছবিতে দেখুন  আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (ICC U19 World cup) ভারতের সাফল্য়ের কাহিনি।
 

Sudip Paul | Published : Feb 6, 2022 5:14 AM IST / Updated: Feb 06 2022, 01:24 PM IST
18
৮ বার ফাইনাল খেলে ৫ বার চ্য়াম্পিয়ন, দেখুন  অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের 'বিজয় গাঁথা'

২০০০ সালে চ্যাম্পিয়ন-
ভারতীয় ক্রিকেট দল প্রথমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। আয়োজক দেশ শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বসের হয়েছিল জুনিয়র টিম ইন্ডিয়া। সেবার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন মহম্মদ কাইফ। প্রতিযোগিতার ম্যান  অফ দ্য় সিরিজ হয়েছিলেন যুবরাজ সিং। ফাইনালে প্রথম ব্য়াট করে ১৭৮ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ৯ ওভার ২ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য়ে পৌছে যায় ভারত।

28

২০০৬ সালে রানার্সআপ-
শ্রীলঙ্কায় হওয়া ষষ্ঠ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা। টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল টিম ইন্ডিয়া। পাকিস্তানের কাছে ৩৮ রানে হার স্বীকার করতে হয়েছিল ভারতকে। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছিলেন চেতেশ্বর পূজারা।
 

38

২০০৮ সালে চ্য়াম্পিয়ন-
২০০৮ সালে মালেশিয়ায় আয়োজিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে চ্য়াম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মত তারকারা উঠে এসেছিল। ডার্ক ওয়াথ লুইস নিয়মে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারতীয় দল।
 

48

২০১২ সালে চ্য়াম্পিয়ন-
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে হওয়া এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে হোম টিম অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে চ্য়াম্পিয়ন হয় মেন ইন ব্লুরা। বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন উন্মুক্ত চাঁদ। ফাইনালে প্রথমে ব্য়াট করে ২২৫ রান করে  অস্ট্রেলিয়া। জবাবে ১৪ বল থাকতে ৬ উইকেটে জয় পায় জুনিয়র টিম ইন্ডিয়া। 

58

২০১৬ সালে রানার্সআপ-
২০১৬ সালে বাংলাদেশে হওয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রানার্স হয়েছিল ভারত। ফাইনালে প্রথম ব্য়াট করে মাত্র ১৪৫ রান করেছিল ভারতীয় ক্রিকেট দল। তবে লড়াইয়ে হাড্ডাহাড্ডি ম্য়াচে শেষ ওভারে জয় পায় ক্য়ারেবিয়ানরা।
 

68

২০১৮ সালে চ্য়াম্পিয়ন-
২০১৮ সালে চতুর্থবারের জন্য ছোটদের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেবার দলের নেতৃত্বে ছিল পৃথ্বি শ। ফাইনালে প্রথম ব্য়াট করে ২১৬ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ৩৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য়ে পৌছে যায় ভারত।

78

২০২০ সালে রানার্স-
২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পুরো প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে খেললেও ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয় যশশ্বী জয়সওয়াল, রবি বিষ্ণোদের। বৃষ্টি বিঘ্নিত ম্য়াচে ভারতকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ।

88

২০২২ সালে চ্য়াম্পিয়ন-
২০২২ সালে যশ ধুলের নেতৃত্বে পঞ্চমবারের জন্য ছোটদের বিশ্বকাপ জিতল ভারতীয় দল। ফাইনালে প্রথম ব্য়াট করে ১৮৯ রানে অলআউট হয়ে যায় ইংল্য়ান্ড দল। জবাবে ১৪ বল বাকি থাকতে ৪ উইকেট পায় জুনিয়ার টিম ইন্ডিয়া। 

Share this Photo Gallery
click me!

Latest Videos