অন্যদিকে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছান গাব্বা-য় দ্বিতূয় ইনিংসে ৮৩ রান করে ম্যাচ জেতানো উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। সাংবাদিকদের তিনি বলেন, বর্ডার-গাভাস্কর ট্রফি ধরে রাখতে পেরেছেন বলে তিনি খুশি। সিরিজে যেভাবে খেলেছে ভারত, তাতে গোটডা দলেই খুশির হাওয়া বইছে।