বর্ডার-গাভাস্কর ট্রফি নিয়ে দেশে ফিরলেন ঐতিহাসিক জয়ের নায়করা, দেখুন ছবিতে ছবিতে

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়েছে ভারতীয় দল। ছিলেন না অধিনায়ক বিরাট কোহলি। চোটের কারণে দল প্রায় হাসপাতালে পরিণত হয়েছিল। বোলিং বিভাগ প্রায় পুরোটাই ছিল একেবারে আনকোড়া। কিন্তু, তাও আজিঙ্কা রাহানের নেতৃত্বে ০-১ ফলে পিছিয়ে থাকা তরুণ ভারতীয় দল শেষ পর্যন্ত ২-১ ফলে টেস্ট সিরিজ জিতে নিয়েছে। দীর্ঘ সফরের পর এদিন দেশে ফিরল ভারতীয় দল। অস্ট্রেলিয়া থেকে অবশ্য ট্রফি নিয়ে একসঙ্গে নয়, বৃহস্পতিবার, ভাগে ভাগে যে যার নিজ শহরে এসে পৌঁছলেন ভারতীয় দলের সদস্যরা -

 

amartya lahiri | Published : Jan 21, 2021 5:19 AM IST / Updated: Jan 21 2021, 10:55 AM IST
17
বর্ডার-গাভাস্কর ট্রফি নিয়ে দেশে ফিরলেন ঐতিহাসিক জয়ের নায়করা, দেখুন ছবিতে ছবিতে

মুম্বই বিমানবন্দরে দেখা যায় দলের প্পরধান কোচ রবি শাস্ত্রী ও পার্টটাইম অধিনায়ক আজিঙ্কা রাহানে-কে।

 

27

পুষ্প স্তবক দিয়ে তাঁদের দেশে স্বাগত জানানো হয়।

 

37

অস্ট্রেলিয়া সফরটা ভালো যায়নি পৃথ্বী শ-এর। কোচ ও অস্থায়ী অধিনায়কের সঙ্গে এদিন মুম্বই এসে পৌঁছান তরুণ ওপেনারও।

 

47

কোভিড পরিস্থিতির মধ্যেও বিজয়ী ভারতীয় দলকে স্বাগত জানাতে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের অভাব ছিল না। গাড়িতে ওঠার পর তাদের দিকে হাত নাড়েন ইতিহাস গড়া অস্থায়ী অধিনায়ক।

 

57

মুম্বই বিমান বন্দরে এসে পৌঁছান ভারতীয় দলের আরেক ওপেনার রোহিত শর্মাও।

 

67

অন্যদিকে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছান গাব্বা-য় দ্বিতূয় ইনিংসে ৮৩ রান করে ম্যাচ জেতানো উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। সাংবাদিকদের তিনি বলেন, বর্ডার-গাভাস্কর ট্রফি ধরে রাখতে পেরেছেন বলে তিনি খুশি। সিরিজে যেভাবে খেলেছে ভারত, তাতে গোটডা দলেই খুশির হাওয়া বইছে।

77

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই জয় চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos