নিজেদের বাগদানের একাধিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিজয় শঙ্কর। জীবনের নতুন ইনিংস শুরু করায় বিজয় শঙ্করকে শুভেচ্ছা জানান লোকেশ রাহুল, যুজভেন্দ্র চহাল, শ্রেয়াস আইয়ার, করুণ নায়ার, অভিনব মুকুন্দ, জয়ন্ত যাদবরাও। শুভেচ্ছা জানান তার আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদও।