আইপিএলের আগেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন যুজবেন্দ্র চাহল

টিম ইন্ডিয়ায় ফের সুখবর। সম্প্রতি পুত্র সন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। এবার করোনা আবহের মধ্যেই এবার বাগদান সেরে ফেললেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহল। সোশ্যাল মিডিয়ায় বাগদানের পর হবু স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেন চাহল।

Sudip Paul | Published : Aug 8, 2020 3:03 PM IST
17
আইপিএলের আগেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন যুজবেন্দ্র চাহল

হার্দিক পান্ডিয়ার পর এবার জীবনের নয়া ইনিংস শুরু করলেন টিম ইন্ডিয়ার অপর তারকা যুজবেন্দ্র চাহল। শনিবার প্রেমিকার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন ভারতীয় স্পিনার। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের রিস্ট স্পিনার নিজেই জানিয়েছেন বাগদানের খবর। সেই সঙ্গে হবু বউয়ের ছবিও পোস্ট করেছেন চাহাল। 

27

আইপিএল ২০২০ শুরুর আগেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজটা সেরে পেললেন যুজবেন্দ্র চাহল । সোশ্যাল মিডিয়ায় হুব স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে ছবি শেয়ার করার পাশাপাশি লিখেছেন,  “আমরা পরস্পরকে হ্যাঁ বললাম। পরিবারও রাজি।”
 

37

ধনশ্রী ভার্মা। পেশায় ইউটিউবার। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় নিজের হবু স্বামীকে রীতিমতো টক্কর দেন তিনি। তবে নিজের ইউটিউব চ্যানেলে ধনশ্রী নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, তিনি একটি ডক্টর, কোরিওগ্রাফার, ইউটিউবার এবং ধনশ্রী ভার্মা কোম্পানির প্রতিষ্ঠাতা।
 

47

তবে যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মার কীভাবে আলাপ বা কীভেব তাদেপ প্রেম শুরু সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ছবিগুলিই বলে দিচ্ছে, তাদের মধ্যে সম্পর্ক নতুন নয়। তাদের সম্পর্কে খুশি পরিবারও। 

57

আইপিএলের আগে দলের নির্ভরযোগ্য তারকা বাগদান সেরে ফেলায় খুশির মহল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতীয় তথা চাহলের আইপিএল দলের  অধিনায়ক বিরাট কোহলি প্রিয় যুজিকে অভিনন্দন জানাতে ভোলেননি।
 

67

শুধু আরসিবি তথা ভারত অধিনায়কই নন, চাহালকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটমহলের অনেকেই। শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, আকাশ চোপড়া, ইরফান পাঠান, ওয়াশিংটন সুন্দর, মনদীপ সিংরা সোশ্যাল মিডিয়ায় চাহালকে অভিনন্দন জানিয়েছেন।
 

77

শুভেচ্ছা জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও। সঙ্গে একটি পরামর্শও দিয়েছে সিএসকে। চেন্নাই সুপার কিংস টুইটারে লেখে, ‘কিংসের তরফে যুজিকে ব্যক্তিগত পরামর্শ, রানির কাছে আত্মসমর্পণ করো। নাহলে কিস্তিমাত অনিবার্য।’ জীবনের নতুন ইনিংস শুরু করার পাশাপাশি অবার আইপিএলে তার দলকে ট্রফি এনে দেওয়াই লক্ষ্য চতুর চাহলের।

Share this Photo Gallery
click me!

Latest Videos