রবিবার আইপিএল ২০২১-এর (IPL 2021) প্রথম প্লে অফে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals)। এই ম্যাচে এম এস ধোনির (MS Dhoni) দলে ব্যাটে বলে অন্যতম প্রধান শক্তি রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বলে স্পিনের ছোঁবলের পাশাপাশি ব্য়াট হাতে বিধ্বংসী ইনিংস খেলে অন্যতম ম্যাচ উইনার হয়ে উঠেছেন জাড্ডু। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও ব্যক্তিগত জীবনে একইরকম 'স্যার জাডেজা'। তার প্রেম কাহিনি হার মানাবে যে কোনও বলিউড মুভিকে।