২০০৮ থেকে ২০১০ - আইপিএল-এর প্রথম তিন বছরে একবারও লিগ পর্বের গণ্ডি টপকে প্লেঅফ খেলতে পারেনি কেকেআর। এর মধ্যে ২০০৯ সালে নেতা ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম, বাকি দুবার সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১১ সালের নিলামে দলের খোল নলচে বদলে ফেলেথিল কেকেআর। নয়া নেতা করা হয় গৌতন গম্ভীরকে।