IPL 2021, Eliminator - ৬বার খেলে ২বার চ্যাম্পিয়ন, জেনে নিন আইপিএল প্লেঅফ KKR-এর ইতিহাস

আরও একবার আইপিএল ট্রফি জেতার সুযোগ এসেছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সামনে। সোমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল-এর এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মুখোমুখি হচ্ছে ইয়ন মর্গানের (Eoin Morgan) নেতৃত্বাধীন কেকেআর। এর আগে প্লেঅফের আগে ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে ৬বার প্লেঅফ পর্বে খেলেছে নাইটরা। তারমধ্যে ২বার চ্যাম্পিয়ন হলেও বাকি ৪ বার স্বপ্ন ভঙ্গই হয়েছে। আরও একটা প্লেঅফ ম্য়াচ খেলার আগে জেনে নেওয়া যাক কেকেআর-এর প্লেঅফের ইতিহাস - 
 

Asianet News Bangla | Published : Oct 10, 2021 11:58 AM IST / Updated: Oct 17 2021, 05:13 PM IST
18
IPL 2021, Eliminator - ৬বার খেলে ২বার চ্যাম্পিয়ন, জেনে নিন আইপিএল প্লেঅফ KKR-এর ইতিহাস

২০০৮ থেকে ২০১০ - আইপিএল-এর প্রথম তিন বছরে একবারও লিগ পর্বের গণ্ডি টপকে প্লেঅফ খেলতে পারেনি কেকেআর। এর মধ্যে ২০০৯ সালে নেতা ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম, বাকি দুবার সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১১ সালের নিলামে দলের খোল নলচে বদলে ফেলেথিল কেকেআর। নয়া নেতা করা হয় গৌতন গম্ভীরকে।
 

28

আর ২০১১ সালেই আইপিএল-এর ইতিহাসে প্রথমবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্লেঅফ খেলেছিল। লিগ টেবিলে চতুর্থ স্থানে শেষ করে প্লেঅফে গেছিল নাইটরা। কিন্তু এলিমিনেটর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ উইকেটে পরাজিত হয়েছিল। 
 

38

পরে মরসুমেই অর্থাৎ আইপিএর ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল নাইট বাহিনী। গম্ভীরের নেতৃত্বে নাইরা সেবার লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করেছিল। প্রথম কোয়ালিফায়ারে দিল্লির ফ্র্যাঞ্চাইজিকে ১৮ রানে হারিয়েছিল কলকাতা। 
 

48

২০১৪ সালে ফের চ্যাম্পিয়ন হয়েছিল গম্ভীরের নেতত্বাধীন নাইট রাইডার্স। লিগে শেষ করেছিল তিন নম্বরে। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ২৮ রানে জিতেছিল কেকেআর। ফাইনালে ফের পাঞ্জাবকেই ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন নাইটরা। 
 

58

২০১৬ সালে ফের একবার নাইট রাইডার্সকে প্লেঅফে গিয়ে গিয়েছিলেন ক্যাাপ্টেন গম্ভীর। লিগে চতুর্থ হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে ২২ রানে হেরেছিল কলকাতা। 
 

68

২০১৭ সালে ফের একবার কলকাতাকে আইপিএল-এর নকআউট পর্বে নিয়ে গিয়েছিলেন গম্ভীর। এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ডিএলএস পদ্ধতিতে ৭ উইকেটে হারিয়েছিল। যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬ উইকেটে হারতে হয়েছিল কলকাতাকে। 
 

78

২০১৮ সালে গম্ভীর জমানার পর নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল দীনেশ কার্তিককে। নতুন অধিনায়কের নেতৃত্বে কলকাতা লিগ পর্যায়ে তৃতীয় স্থানে শেষ করেছিল। এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে পরাজিত করেছিল কার্তিক বাহিনী। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৪ রানে হারতে হয়েছিল। 
 

88

২০২১ সালে ফের আইপিএল প্লেঅফ পর্বে উঠেছে কেকেআর। মরসুমের শুরুটা খুব খারাপ করলেও, টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে আসার পর থেকে দুর্দান্ত পারফর্ম করছেন কেকেআর ক্রিকেটাররা। এলিমিনেটরে কলকাতার প্রতিপক্ষ বিরাট কোহলির আরসিবি। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos