২০২০ সালে সিএসকে (CSK)দলে যোগ দেওয়ার পর খুব একটা সুযোগ পাননি রবিন উথাপ্পা (Robin Uthappa)। কিন্তু ২০২১ সালের আইপিএলের (IPL 2021) দ্বিতীয় পর্বে শেষ ল্য়াপে সুরেশ রায়নার বদলে দলে সুযোগ পান উথাপ্পা। আর প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির বিরুদ্ধে উথাপ্পার অনবদ্য ব্যাটিং রাতারাতি ফিরে দিয়েছে তার তারকা তকমা। আইপিএল ২০২১ ফাইনালে (IPL 2021 Final) তার ব্য়াটে বড় রান দেখার অপেক্ষায় সিএসকে ভক্তরা। ২২ গজের পাশাপাশি ব্যক্তিগত জীবনে খবুই রোমান্টিক রবিন। তো চলুন জানা যাক রবিন উথাপ্পা ও তার স্ত্রী শীতল গৌতমের প্রেম কাহিনি।