অনেকেই দাবি করেন, প্রাচী এবং পৃথ্বী দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে প্রেম করছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের সুন্দর কথোপকথন দেখেও বোঝা যায়, কতটা ঘনিষ্ঠ তাঁরা। দুইজনেই তাঁদের পেশায় অপেক্ষাকৃত নতুন। তবে দুজনেরই ফ্যান ফলোয়ার্স কম নয়। তাঁরা সকলেই চাইছেন, এবার খুল্লামখুল্লা প্রেম করুন প্রাচী ও পৃথ্বী।