আইপিএলের ইতিহাসে ৮ দলের সর্বোচ্চ স্কোর আপনার জানা আছে কী, কেকেআরেরটা জানলে অবাক হবেন

১৪ বছরের আইপিএল (IPL) ইতিহাসে অজস্র হাই স্কোরিং রুদ্ধশ্বাস ম্য়াচ ক্রিকেট প্রেমিদের উপহার দিয়েছে আইপিএল। চার-ছয় দেখে টি২০ ক্রিকেটের (T20 Cricket) মজা দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমিরা। মরুদেশে আইপিএলের দ্বিতীয় পর্বে খুব একটা হাই স্কোরিং ম্য়াচ হয়নি। চার-ছয়ের ফুলঝুরি দেখার অপেক্ষায় সকলেই। ই আবহে আইপিএল ২০২১ (IPL 2021) শেষের আগে দেখে নিন প্রতিযোগিতার ইতিহাসে আটটি দলের সর্বোচ্চ স্কোরের তালিকা। কয়েকটি অবাক করার মত।

Sudip Paul | Published : Oct 2, 2021 1:30 PM IST

110
আইপিএলের ইতিহাসে ৮ দলের সর্বোচ্চ স্কোর আপনার জানা আছে কী, কেকেআরেরটা জানলে অবাক হবেন

মুম্বই ইন্ডিয়ান্স-
সর্বাধিক ৫ বার আইপিল চ্যাম্পিয়ন হলেও, প্রতিটি দলের সর্বোচ্চ স্কোরের তালিকায় একেবারে শেষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৭ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স ২৩০ রান তাড়া করতে নেমে ২২৩ করেছিল। ৭ রানে ম্যাচ হারলেও, এটিই রোহিত শর্মার দলের সর্বোচ্চ স্কোর।

210

রাজস্থান রয়্যালস-
২০২০ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তারা ২২৩ রান তোলে। জবাবে রাজস্থান রয়্যালসের উইকেট-রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের ৮৫ রানের বিস্ফোরক ইনিংসের দৌলতে ৩ বল বাকি থাকতেই জয়লাভ করে।  ২২৬ রান করেছিল রয়্যালসরা। তালিকায় দ্বিতীয় স্থানে রাজস্থান।
 

310

সানরাইজার্স হায়দরাবাদ-
সর্বোচ্চ স্কোরের তালিকায় তৃতীয় স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৯ সালের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ ২৩১ রানের বিশাল ইনিংস করে। জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নারের দুজনেই সেঞ্চুরি করেন। ১১৮ রানে ম্য়াচ জেতে হায়দরাবাদ।
 

410

দিল্লি ডেয়ার ডেভিলস-
সাম্প্রতি ডেয়ারডেভিলসের নাম বদলে দিল্লি ক্যাপিটালস রাখা হয়েছে। সর্বোচ্চ স্কোরের তালিকায় চতুর্থ স্থানে রাজধানীর দল। ২০১১ সালে কিংস ইলেভেন পাঞ্জাব এর বিপক্ষে ডেয়ারডেভিলস ২৩১ রান  করে। বীরেন্দ্র শেবাগ ও ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ইনিংস খেলেন। ২৯ রানে ম্য়াচ জিতছিল দিল্লি।

510

কিংস ইলেভেন পঞ্জাব-
২০১১ সালের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাব প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৩২ রান তোলে। অ্যাডাম গিলক্রিস্ট সেঞ্চুরি ও শন মার্শ ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। ১১১ রানে বর্তমানে বিরাট কোহলির দলকে সেই সময় হারিয়েছিল পঞ্জাব।
 

610

কলকাতা নাইট রাইডার্স-
তালিকায় ষষ্ঠ স্থানে কেকআর। ২০১৮ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে ২৪৫ রান তোলে। সুনীল নারিনের বিধ্বংসী ৭৫ রানের ইনিংসটি নাইট বাহিনীকে দুর্দান্ত শুরু দিয়েছিল। এরপর পাঞ্জাব মাত্র ৩১ রানের জন্য পরাজিত হয় ও ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুনীল নারিন।
 

710

চেন্নাই সুপার কিংস-
সপ্তম স্থানে ধোনির সিএসকে। ২০১০ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তিনবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে ২৪৬ রান করে। মুরলী বিজয়ের ১২৭ রানের দুরন্ত ইনিংসে রাজস্থান রয়্যালস বিধ্বস্ত হয়। শেষ পর্যন্ত সিএসকে ২৩ রানে জয়লাভ করে ও ম্যাচের সেরা হন মুরলী বিজয়।

810

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-
একবারও আইপিল ট্রফি না জিতলেও সর্বোচ্চ স্কোরের তালিকায় প্রথম স্থানে রয়েছে আরসিবি। ২০১৩ সালে ক্রিস গেইলের ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসে বিধ্বস্ত হয় পুনে ওয়ারিয়রস। নির্ধারিত ২০ ওভারে বিরাট কোহলির দল ২৬৩ রানের পাহাড়  প্রমাণ স্কোর করছিল। ১৩০ রানে ম্যাচ জেতে আরসিবি। এছাড়া আইপিলের ইতিহাসে সব দল মিলিয়ে সর্বোচ্চ স্কোরের তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছে আরসিবি। ২৪৮ রানও করেছিল বিরাট ব্রিগেড।
 

910

আইপিলে চার-ছয়ের ফুলঝুরি-
আইপিল মানেই চার-ছয়ের ফুলঝুরি। বোলাররা নজর কাড়লেও দর্শকরা কিন্তু পছন্দ করেন একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারি দেখতে।  আইপিলে হাইস্কোরিং ম্য়াচ সকলেরই খুব পছন্দ।

1010

হাইস্কোরিং ম্য়াচ দেখার অপেক্ষায় দর্শকরা-
তবে ২০২১ আইপিএলের দ্বিতীয় পর্বে আরব আমিরশাহিতে এখনও পর্যন্ত খুব একটা হাইস্কোরিং ম্যাচ হয়নি। যদিও দর্শকরা অধীর আগ্রহে চার-ছয়ের বন্যা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। আশা করা হচ্ছে আগামি ম্য়াচগুলিতে তাদের ইচ্ছেপূরণ হবে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos