সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট নিয়ে বরাবরই চর্চায় থাকেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। নিজের বিভিন্ন লুকসের ছবি ও বিভিন্ন ধরেনর নাচের ভিডিও শেয়ার করেন তিনি।
নিজের হট লুকসের ছবি শেয়ার করেন হাসিন জাহান। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যা নিয়ে প্রশংসার পাশাপাশি কটুক্তির শিকারও হতে হয় হাসিন জাহানকে। কিন্তু নিজের পোস্ট করা কমাননি তিনি।
নিজের ব্যক্তিগত জীবনেও সবসময় বিতর্কিত থেকেছেন হাসিন জাহান। ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে বিয়ে থেকে বিবাদ সব কিছু নিয়ে সংবাদ শিরোনামে বারবার এসেছেন হাসিন। এবার হাসিন জাহান তৃতীয়বার প্রেমে পড়েছে বলে মনে করা হচ্ছে। নিজেই দিয়েছেন সেই ইঙ্গিত।
প্রসঙ্গত বরাবরই মডেলিং দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন হাসিন জাহান। মহম্মদ শামির সঙ্গে বিয়ের আগে আরও একটি বিয়ে হয়েছিল বলে শোনা যায় হাসিন জাহানের। তার প্রথম স্বামী একজন মুদি ব্য়বসায়ী ছিলেন। প্রথম পক্ষের সন্তানও রয়েছে হাসিনের। পরে বিবাদের কারণে তার সঙ্গেও বিবাহ বিচ্ছেদ হয়।
মডেলিং দুনিয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে ২০১৪ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-এর চিয়ার লিডার হয়েছিলেন হাসিন জাহান। সেই সময় মহম্মদ শামির সঙ্গে আলাপ হয় তার। তাদের ঘনিষ্ঠতা বারে ও একে অপরকে ভালোবেসে ফেলেন।
কিন্তু হাসিন জাহানকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি ছিল না শামির পরিবার। মহম্মদ শামি পরিবারের বিরুদ্ধে গিয়ে হাসিন জাহানকে বিয়ে করেছিলেন। ২০১৫ সালে কন্যা সন্তানের পিতা হয়েছিলেন মহম্মদ শামি।
২০১৮ সালে মহম্মদ শামির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন হাসিন জাহান। বিশেষ করে মহম্মদ শামি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁর।
মহম্মদ শামি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত, এমনই অভিযোগ করেছিলেন তিনি। আর মহম্মদ শামির বাড়ির লোকজনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, মারধর, খুনের হুমকির অভিযোগ করেছিলেন তিনি। আদালতে মামলাটি বিচারাধীন।
মহম্মদ শামির সঙ্গে পারিবারিক বিবাদের পর মেয়েকে নিয়ে একাই থাকেন হাসিন জাহান। নিজের ছবি ও ভিডিও দিয়ে ট্রোলড হওয়ার পাশাপাশি সম্প্রতি নিজের মেয়ের একটি নাচের ছবি দিয়েও বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির সঙ্গে তাঁর এখনও সরকারিভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। কিন্তু এরইমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে হাসিন জাহান কি তৃতীয়বার প্রেমে পড়েছে। সৌজন্যে একটি ভাইরাল ভিডিও।
সম্প্রতি মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে নাচতে দেখা গিয়েছে হাসিন জাহানকে। যা তিনি প্রায়শই শেয়ার করে থাকেন।
কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। ই ভিডিওয় যে গানটি চলছে তা হল -ম্যায়নে কিসিকো দিল দে দিয়া। আর এই ভিডিও পোস্ট হওয়ার পর থেকেই অনেকে জানতে চাইছেন, তা হলে কি আরো একবার হাসিন জাহান প্রেমে পড়লেন!
ম্যায়নে কিসিকো দিল দে দিয়া- গানে হাসিন জাহানের নাচ ভাইরাল হলেও, তিনি কার প্রেমে পড়েছেন আদৌ পড়েছেন কিনা তা নিয়ে এখনও কিছু খোলাসা করে বলেননি। তবে নেট দুনিয়ায় জল্পনা অব্যাহত রয়েছে।
অপরদিকে ইংল্যান্ড সিরিজের পঞ্চম ম্য়াচ বাতিল হয়ে গিয়েছে। এবার সামনে আইপিএল। পঞ্জাব কিংসের হয়ে ভালো খেলাই লক্ষ্য মহম্মদ শামির। এই বিষয়ে তারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।