এই আইপিএলে ১৪ ম্য়াচে ২৪২ রান করেছেন দিল্লি ক্যাপিটালস-এর শিমরন হেতমায়ার (Shimran Hetmyer)। দুটি অর্ধশতরান করেছেন, গড় ৩৪.৫৭। তবে যা তাঁকে অন্যান্যদের থেকে আলাদা করে দিয়েছে, তা হল তাঁর স্ট্রাইকিং এবিলিটি। টুর্নামেন্টে ১৯টি চার এবং ১২টি ছয় মেরেছেন তিনি, স্ট্রাইক রেট ১৬৮.০৫। ৬বার নটআউট থেকে বুঝিয়ে দিয়েছেন, খেলা শেষ করে আসতে পারেন তিনি। এর জন্য তিনি পাচ্ছেন ১০ লক্ষ টাকা।