মোহালিতে একবার পাঞ্জাব কিংস (তখন কিংস ইলেভেন পাঞ্জাব) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলার আগে মোহালিতে প্রি-গেম শো-তে কয়েন টস-এর সময় মডেল নৃত্যশিল্পী পল্লবী শারদার সঙ্গে, ড্যানি মরিসনকে লাল পাগড়ি এবং নকল দাড়ি পরে আসতে দেখা গিয়েছিল। ড্যানির সেই অবতার শুধুই মজা করার উদ্দেশ্যে হলেও, সোশ্যাল মিডিয়া পাঞ্জাবিদের ব্যঙ্গ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ড্যানি জানিয়েছিলেন সম্প্রচারকরাই তাঁকে ওই বেশ নেওয়ার নির্দেশ দিয়েছিল।