মরুদেশে কোন হোটেলে থাকছে আইপিএলের ৮টি দল, রাজকীয় হোটেল দেখলে অবাক হবেন আপনিও

Published : Sep 18, 2021, 11:51 AM IST

আর কিছু সময়ের অপক্ষা তারপরই আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর বাকি পর্বের খেলা। মরুদেশে আইপিএল ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। আইপিএল মানেই ক্রিকেট ও সঙ্গে আরও অনেক কিছু। আজ  আমররা আপনাদের দেখাবো মরুদেশে আইপিওএলের ৮টি দল কোন কোন বিলাস বহুল হোটেলে উঠেছে এবং তার ঘর ভাড়া।

PREV
110
মরুদেশে কোন হোটেলে থাকছে আইপিএলের ৮টি দল, রাজকীয় হোটেল দেখলে অবাক হবেন আপনিও

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-
আরব আমিরশাহিতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল যেই হোটেলে থাকছেন তা মরুদেশের অন্যতম ব্যায়বহুল হোটেল। নাম  ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া। এই হোটেলে এক দিনের ঘর ভাড়া ভারতীয় টাকায় ১ লক্ষ ৬০ হাজার টাকা।
 

210

মুম্বই ইন্ডিয়ান্স-
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স দল আরব আমিরশাহিতে আবুধাবির সেন্ট রেজিস সাদিয়াত আইল্যান্ড রিসোর্টে থাকছে। এটিও অন্যতম ব্যায়বহুল হোটেল। মরুদেশে আইপিএল হলে ম্যারিয়ট গ্রুপের এই হোটেলেই থাকে মুম্বই ইন্ডিয়ান্স দল। এই হোটেলের ঘর ১ লক্ষ থেকে শুরু করে ২.৫ লক্ষ পর্যন্ত।
 

310

দিল্লি ক্যাপিটালস-
ঋষভ পন্থের দল দিল্লি ক্যাপিটালস দুবাইয়ের সোফিটেল হোটেলে উঠেছে। সোফিটেল দুবাই দ্য পাম নামেও পরিচিত। এই হোটেলের একদিনের ঘর ভাড়া ৫৫ হাজার থেকে ১ লক্ষের মধ্যে।
 

410

রাজস্থান রয়্যালস-
সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস দল দুবাইয়ের জেএ জেবেল আলি বিচ হোটেল অ্যান্ড রিসোর্টে থাকছে। এই হোটেলের প্রতি দিন ঘর ভাড়া ৫০ হাজার টাকা করে। 

510

চেন্নাই সুপার কিংস-
এমএস ধোনির  দল চেন্নাই সুপার কিংস দুবাইয়ের পাম জুমেইরাহ হোটেলে থাকছে। এই হোটেলটির  বাইরের দৃশ্য খুবই মনোরম। এই হোটেলের একদিনের ভাড়া ১ লক্ষ থেকে ১.২৫ লক্ষের মধ্যে।

610

কলকাতা নাইট রাইডার্স-
ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স দল থাকছে আবু ধাবির দ্য রিটজ-কার্লটন হোটেলে। এই হোটেলটির ব্যাক্তিগত সি বিচ ও ৫৭ একর জায়গার উপর বাগানও রয়েছে। এই হোটেলের একদিনের ভাড়া ১ লক্ষ থেকে ১.২৫ লক্ষের মধ্যে।
 

710

সানরাইজার্স হায়দরাবাদ-
সানরাইজার্স হায়দরাবাদ দুবাইয়ের হায়াত রিজেন্সি দুবাই ক্রিক হাইটস হোটেলে উঠেছে। আগামি ১ মাস এই হোটেলে থেকেই আইপিএল খেলবে কেন উইলিয়ামসনের দল। এই হোটেলের ভাড়া ৫০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে।

810

পঞ্জাব কিংস-
কেএল রাহুলের দল পঞ্জাব কিংস মরুদেশের ক্রাউন প্লাজা দুবাই ফেস্টিভাল সিটি হোটেলে থাকছে। দুবাইয়ে অবস্থিত এই হোটেলের ঘর ভাড়া প্রতি দিন ৫৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ পর্যন্ত।

910

বিলাস বহুল হোটেল-
আইপিএলের আটটি দল যে বিলাস বহুল হোটেলে উঠেছে সেখানে সব রকমের ব্যবস্থা রয়েছে। হোটেলের মধ্যেই জিম, সুইমিং পুল, মনরোঞ্জনের ব্যবস্থা সহ সব কিছুই রয়েছে। 
 

1010

১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল-
আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে রবিবার থেকে। প্রথম ম্যাচেই মাঠে নামছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচ থেকেই মাঠে ফিরছে দর্শকও।
 

click me!

Recommended Stories