মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনির (Sakshi Dhoni) আলাদা করে কোনও পরিচয়ের দরকার নেই। তিনি সর্বদা প্রচারে থাকেন। সাক্ষী এবং ধোনি ২০১০ সালের ৪ জুলাই বিয়ে করেন। ২০১৫ সালে কন্যা সন্তানের বাবা -মা হন ধোনি-সাক্ষী। নামে রাখেন জিভা।ধোনির পাশাপাশি তার মেয়ে এবং স্ত্রীও সবসময় প্রচারে থাকেন।