সুইমিং পুলে ঘনিষ্ঠ অবস্থায় হার্দিক-নতাসা, নেট দুনিয়ায় ভাইরাল ছবি, দেখুন অ্যালবাম

শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজ। এবার সামনে আইপিএল। ইতিমধ্যেই নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তবে তার আগে স্ত্রী নতাসা স্তানোকোভিচের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে হার্দিকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 
 

Sudip Paul | Published : Mar 30, 2021 4:31 PM IST
110
সুইমিং পুলে ঘনিষ্ঠ অবস্থায় হার্দিক-নতাসা, নেট দুনিয়ায় ভাইরাল ছবি, দেখুন অ্যালবাম

সম্প্রতি সুইমিং পুলে হার্দিক ও নতাসা  তাদের একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে নতাসা ও হার্দিককে পুলের মধ্যে  একেবারে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। 

210

এই ছবি শেয়ার করে নতাসা ক্যাপশনে হার্দিককে ভালোবেসে সুন্দর বার্তাও দেন তিনি। হার্দিক ও নতাসার এই ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়।
 

310

নেটিজেনরা হার্দিক ও নতাসার এই রোমান্সের মুহূর্ত খুবই পছন্দ করেছেন। হার্দিক পান্ডিয়ারও ছবিটি এতটাই মনে ধরে যে নিজের ইনস্টা স্টোরিতে রাখেন তিনি।

410

এই প্রথম নয়, দিন কয়েক আগে সুইমিং পুলে কালো বিকিনিতে নিজের হট ছবি শেয়ার করেছিলেন নতাসা স্তানোকোভিচ। যা খুব ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।
 

510

সুইমিং পুলে কালো বিকিনি পড়ে, চোখে কালো চশমা ও হাতে পানীয়র গ্লাস হাতে নতাসার ছবি সকলের মনে ঝড় তোলে। 
 

610

কালো বিকিনিতে নতাসাকে খুবই হট, সেক্সি ও গ্লামারাস দেখায়। মা হওয়ার পরও নতাসার ফিগার সকলের প্রশংসা কুড়িয়েছিল।
 

710

পুল থেকে বিকিন পড়ে উঠে আসা নতাসার ভিডিও দেখে নেটিজেনরা সকলেই 'দিওয়ানা' হয়ে গিয়েছিল।
 

810

নতাসার সঙ্গে সেই সময় পুলে ছিলেন হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া। সকলেই চুটিয়ে মজা করেন পুল সেশন।
 

910

তবে এই প্রথম নয় এর আগেও পরিবারের সঙ্গে পুলে বিন্দাস সময় কাটাতে দেখা গিয়েছে নতাসা, হার্দিক ও অগস্ত্যকে। এককথায় হ্যাপি পান্ডিয়া ফ্যামিলি।

1010

তবে এবার আইপিএলের আগে হার্দিক ও নতাসার পুলে ঘনিষ্ঠ অবস্থার ছবি সকলেই খুব পছন্দ করেছেন।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos