সাক্ষীর পরে, সোশ্যাল মিডিয়ায় সবতেয়ে আলোচিত আইপিএল ক্রিকেটারের স্ত্রী হলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)। প্রত্যেক ম্যাচেই তাঁকে গ্যালারিতে খুব অনন্য এবং ভিন্ন ভিন্ন স্টাইলে, স্বামীকে উৎসাহ দিতে দেখা গিয়েছে তাঁকে।