শুধু সাক্ষীই নন, তাঁর সঙ্গে সিএসকের গ্যালারি আলো করে বসে থাকেন রায়না, রবিন উথাপ্পাদের পরিবারও। বিশেষ করে সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষীর খুবই ভাল সম্পর্ক। জিভা এবং রায়নার মেয়েও ভালো বন্ধু, গ্যালারিতে একসঙ্গে খেলা করতে দেখা গিয়েছে তাঁকে।