স্টিভ স্মিথ-
গত মরসুমেও রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। কিছু ম্যাচে রান করলেও, আশানারুপ পারফরমেন্স করতে পারেননি অজি তারকা। নিলামের আগে তাকে ছেড়ে দেয় রাজস্থান। তবে এবারও নিজের বেস প্রাইজ ২ কোটি টাকা নির্ধারিত করেছেন স্মিথ। যেকোনও দলের মিডল অর্ডার থেকে ওপেনে বড় ভরসা হতে পারেন স্মিথ। তাই অজি তারকাকে নিয়ে হতে পারে দড়ি টানাটানি।