২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন মরসুম। তার আগে আইপিএলের নান দিক জানার জন্য ক্রিকেট প্রেমিদের উৎসাহ তুঙ্গে। আইপিএল (IPL) মূলত দর্শকদের বিনোদনের জন্য। আর দর্শকরা বেশি আনন্দিত হন ব্যাটসম্যানদের (Batsman)চার-ছয় দেখে। ফলে প্রথম থেকেই আইপিএলকে ব্যাটসম্যানদের খেলা হিসেবে তকমা দেওয়া হয়। কিন্তু আইপিএলে বোলাররা (Bowler) যে তাদের কৃতিত্ব দেখাননি এমনটা নয়। উইকেট তো নিয়েছেন একসঙ্গে মেডেন ওভার (maiden over) বল করে সকলের নজরও কেড়েছেন। কারণ টি২০ ক্রিকেটে (T20 Cricket)মেডেন ওভার বল করা সত্যিই খুব একটা দেখা যায়না। সেখানে যারা এই কাজ এক নয় একাধিকবার করেছেন তারা সত্যিই কৃতিত্বের দাবি রাখে। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার এই সব পরিসংখ্যান (Statistics)তো চলছে চলবে। আইপিএল ২০২২(IPL 2022) -এ আপনাদের জানাব আইপিএলের ইতিহাসে (IPL History) সব থেকে বেশি মেডেন ওভার কারা করেছেন সেই পরিসংখ্যান।