আইপিএলে ৮ ভারতীয় তারকাদের বউ, যাদের রূপ দেখলে ঘুম উড়বে আপনারও

আইপিএল ২০২২ (IPL 2022) -এর আনন্দে বুদ ক্রিকেট প্রেমিরা। প্রতিদিন চলছে একের পর এক রোমাঞ্চকর ম্যাচ। আইপিএলে ক্রিকেটের পাশাপাশি কোনওদিনই গ্ল্যামারের কোনও অভাব ছিল না। বিনোদন জগতের যোগও অটুট।  ক্রিকেটারদের পাশাপাশি তাদের স্ত্রীরাও মাঠে খেলা দেখতে আসেন। যার আইপিএলের উন্মাদনাকে অন্য মাত্রায় নিয়ে যান নিজেদের রূপ ও গ্ল্যামার দিয়ে। আজ আপনাদের জানাবো এমন ৮ ভারতীয় ক্রিকেটার তথা আইপিএল তারকাদের সুন্দরী স্ত্রীদের ( Stunning Wives Of IPL Star) সম্পর্কে যারা মাঠে এসে সমর্থন করেন তাদের স্বামীদের। 

Sudip Paul | Published : Apr 13, 2022 3:23 PM
18
আইপিএলে ৮ ভারতীয় তারকাদের বউ, যাদের রূপ দেখলে ঘুম উড়বে আপনারও

অনুষ্কা শর্মা-
বলিউডের তারকা অভিনেত্রী তথা প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার ,সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কোনও দরকার পড়ে না।  এবার আইপিএলে অধিনায়ক ক্রিকেটার হিসেবে খেলছেন বিরাট কোহলি। মেয়ে ভামিকা ছোট থাকায় সব ম্যাচে মাঠে দেখা যাচ্ছে না অনুষ্কা শর্মাকে। তবে কিছু ম্যাচে তাকে দেখা যাবে বলে আশা করা যায়। 

28

নাতাশা স্তানোকোভিচ-
ভারতীয় তারকা ক্রিকেটারদের সুন্দরী বউদের মধ্যে অন্যতম হলেন আইপিএলে গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার স্ত্রী নতাসা স্তানোকোভিচ। নতাসা অভিনেত্রী, ডান্সার ও মডেল এই কথা আমাদের সকলেরই জানা। আইপিএল চলাকালীন নিজের বিকিনি পরিহিত ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বরকে সাপোর্ট করতে মাঠেও উপস্থিত থাকছেন তিনি।
 

38

ইশানি চাহার-
আইপিএল তারকাদের সুন্দরী স্ত্রীদের তালিকায় এবার যোগ হয়েছে আরও এক সুন্দরীর  নাম। তিনি হলেন ভারতীয় লেগ স্পিনার তথা আইপিএলে পঞ্জাব কিংস দলের তারকা রাহুল চাহার। গতবার পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সে খেললেও এবার পঞ্জাব দলে খেলছেন তিনি। ইশানি দেখতে খুবই সুন্দর। তার রূপের প্রশংসা করেন সকলেই। 
 

48

সঞ্জনা গণেশন-
ভারতীয় দলের তারকা পেসার তথা মুম্বই ইন্ডিয়ান্স দলেরও নাম্বার ওয়ান বোলার জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশনও দেখতে খুবই সুন্দরী।  তিনি নিজেও স্পোর্টস অ্যাঙ্কার হিসেবে যথেষ্ট নামী।। আইপিএলের অন্যতম সেরা মহিলা অ্যাঙ্কারদের মধ্যেও নাম রয়েছে সঞ্জনা গণেশনের। গ্যালারিতে বসে স্বামিকে সমর্থন  করতে না পারলেও খেলার মাঝে সুযোগ পেলে বুমরার সাক্ষাৎকার নিতে ছাড়েন না সঞ্জনা।

58

ধনশ্রী ভার্মা-
ভারতীয় ক্রিকেট দল তথা আইপিএল তারকাদের মধ্যে যে জুটিরা সবসময় চর্চায় থাকেন তাদের মধ্যে অন্যতম হল তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও তার স্ত্রী ধনশ্রী ভার্মা।  এবার রাজস্থান রয়্যালস দলে খেলছেন চাহল। দুরন্ত বোলিং করে আপিএলের সেরা উইকেট শিকারীদের তালিকতেও রয়েছে  তিনি। চাহলের সঙ্গেই রয়েছেন ধনশ্রী। মাঠে স্বামীকে সাপোর্ট করতেও দেখা যায় তাকে।
 

68

পাঙ্খুরী শর্মা
আরএ এক ভারতীয় তথা আইপিএল তারকাদের সুন্দরী বউদের মধ্যে পড়েন পাঙ্খুরী শর্মা। তিনি লখনউ সুপার জায়ান্টস অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার স্ত্রী। সবসময় আইপিএল মাঠে আলাদা গ্ল্যামার যোগ করে থাকেন তিনি। রাহুল চাহারকে সমর্থন করতে মাঠে এবারও উপস্থিত থাকছেন তিনি। 

78

রীতিকা সাজদে-
রীতিকা সাজদেহটিম ইন্ডিয়া এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী। রোহিত-রীতিকার একটি কন্যা সন্তানও রয়েছে। নাম সামাইরা। আইপিএল চলাকালীন প্রতিবারই রোহিতকে সমর্থন করতে মাঠে উপস্থিত থাকেন রীতিকা। রোহিত শর্মাও খেলার ফাঁকে সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন। 
 

88

সাক্ষী ধোনি-
আইপিএল মাঠে চেন্নাই সুপার কিস ও এমএস ধোনিকে সাপোর্ট করার জন্য সবসময়ই দেখা যায় সাক্ষী ধোনিকে। গতবার ফাইনালের সময়ও গোটা দলের সঙ্গে উৎসব পালন করেছিলেন সাক্ষী ধোনি।  সঙ্গে ছিলেন ধোনি ও সাক্ষীর মেয়ে জিভাকেও। সাক্ষীর গ্ল্যানারের প্রশংসাও করেছেন অনেকেই। এবারও তাকে মাঠে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos