বিনোদন জগতের একাধিক সুন্দরীর সঙ্গে এমএস ধোনির সম্পর্কের গুঞ্জন বা গুজব শোনা গিয়েছিল। সেই তালিকা রয়েছে বলিউড সুপার স্টার দীপিকা পাড়ুকোন, আসিন ও প্রীতি সিমোস। সেই তালিকায় অন্যতম নাম হলেন দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী। টিম ইন্ডিয়ার প্রাক্তন স্কিপার এম এস ধোনির সঙ্গে 'বিগ বস তামিল' খ্যাত মডেল অভিনেত্রী রাই লক্ষ্মীর প্রেম নিয়ে গুজব ছড়িয়েছিল বেশ কয়েক বছর আগে। তবে তা বেশি দূর এগোয়নি বলেই শোনা যায়।