সম্প্রতি, একটি রিয়েলিটি শোতে কথা বলার সময়, ক্যান্ডিস ওয়ার্নার পুরোনো কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। এমনকি যখন ডেভিড ওয়ার্নার ২০১৮ সালে যখন বল-ট্যাম্পারিং বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, তখনও ক্যান্ডিসকে অনেক খারাপ খারাপ কথাও শুনতে হয়েছিল। তাকে খারাপ মা এবং খারাপ স্ত্রী বলা হত। সে এই সব ভুলে যেতে চায়।