শুধু ক্রিকেট নয়, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রেস্তোরাঁ, অলিম্পিক সাইজের সুইমিং পুল, জিমনেসিয়াম, পার্টি এলাকা, থ্রিডি প্রজেক্টর থিয়েটার, টিভি রুম, চারটি ড্রেসিং রুম এবং ফ্লাড এলইডি লাইট রয়েছে। দর্শকদের যাতায়তের সুবিধার জন্য একাধিক ব্যবস্থা করা হয়েছে। মোট ১৬টি রাস্তা মিশেছে স্টেডিয়ামের মুল রাস্তার সঙ্গে৷ এর জন্য খরচ হয়েছে প্রায় ৫০ কোটি টাকা