উমেশ যাদব-
প্রতিযোগিতার শুরুটা অনবদ্য করেছিলেন উমেশ যাদব। বল হাতে ঝরাচ্ছিলেন আগুন। মাঝে কয়েকটি ম্যাচে গ্রাফ নামলেও দিল্লির বিরুদ্ধে ম্য়াচে ৩ উইকেট, নিয়ে ফের একবার ছন্দে ফিরেছেন 'বিদর্ভ এক্সপ্রেস'। এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও নিয়েছেন ১ উইকেট। লখনউয়ের বিরুদ্ধে বল হতে জ্বলে উঠতে মুখিয়ে রয়েছেন কেকেআরের ভারতীয় তারকা পেসার।