অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের পরিবারে রয়েছেন স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার ও তাদের তিন মেয়ে আইভি, ইন্ডি ও ইসলা রোজ। ওয়ার্নারের গোটা পরিবার খুবই বিন্দাস লাইফ কাটাতে পছন্দ করেন। তা ওয়ার্নারের সোশ্যাল মিডিয়া ঘাটলেই জানা যায়। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল ২০২২-এ খেলতে ব্যস্ত রয়েছেন অজি তারকা ব্য়াটসম্যান।