KKR vs RR- বাদ পড়তে পারে তারকা ক্রিকেটার, দলে একাধিক বদল, দেখুন রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ

প্রথম চার ম্য়াচে তিনটি জয় পেয়ে আইপিএল ২০২২ (IPL 2022) -এর শুরুটা ভালোই করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ দুই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার অনেকটাই ব্য়াকফুটে ঠেলে দিয়েছে কেকেআরকে (KKR)। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্য়াচে জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়রের দল। পরপর হারে রাজস্থানের বিরুদ্ধে কেকোরের প্রথম একাদশে হতে পারে একাধিক পরিবর্তন। দেখে নিন কেমন হতে পারে নাইটদের সম্ভাব্য একাদশ (Proable Playing XI)।

Sudip Paul | Published : Apr 18, 2022 11:55 AM / Updated: Apr 18 2022, 11:57 AM IST
111
KKR vs RR- বাদ পড়তে পারে তারকা ক্রিকেটার, দলে একাধিক বদল, দেখুন রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ

ভেঙ্কটেশ আইয়র-
এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এ একটি অর্ধশতরান ছাড়া বলার মত কোনও  পারফরম্যান্স নেই কেকেআরের ওপেনার ভেঙ্কটেশ আইয়রের। গতবার আইপএলে অনবদ্য পারফরম্যান্স করে সকলের নজর কেড়েছিলেন তিনি। জাতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু এবার একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছে না তাকে। রাজস্থানের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া  ভেঙ্কটেশ আইয়র।
 

211

অ্যারন ফিঞ্চ-
হায়দরাবাদের বিরুদ্ধে অজিঙ্কে রাহানের জায়গায় ওপেনিংসে সুযোগ পেয়েছেন অজি তারকা অ্যারন ফিঞ্চ। কিন্তু কেকেআরের হয়ে অভিষেক ব্যর্থ হয়েছেন তিনি। ইন সুইং বোলিংয়ে তার যে সমস্যা রয়েছে তা ফের বোঝা গিয়েছে। তবে রাজস্থানের বিরুদ্ধে অ্যারন ফিঞ্চকেই ওপেনিংয়ে ফের দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। বড় রান করার জন্যও মুখিয়ে রয়েছেন অজি তারকা। 

311

শ্রেয়স আইয়র-
আইপিএল ২০২২-এ অধিনায়ক হিসেবে  শুরুটা ভালো করলেও শেষ দুই ম্য়াচে হার তাপে রেখেছে শ্রেয়স আইয়রকে। কিন্তু ব্যাটসম্যান হিসেবে এখনও নিজেকে প্রমাণ করা বাকি রয়েছে। দিল্লির বিরুদ্ধে অর্ধশতরান করলেও সানরাইজার্সের বিরুদ্ধে ফের ব্যর্থ তিনি। ফলে চাপের মুহূর্তে কেকেআর অধিনায়কের জ্বলে ওঠার অপেক্ষায় কেকেআর প্রেমিরা।

411

নীতিশ রানা-
ব্যাট হাতে এবারের আইপিএলে কেকেআরের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা নীতিশ রানা। প্রথম দিকের ম্য়াচগুলিতে রান না পেলেও শেষ ম্য়াচে হায়দরাবাদের বিরুদ্ধে রানে ফিরেছেন তিনি। খেলেছেন ৫৪ রানের অনবদ্য ইনিংস।  রানা রানে ফেরায় কিছুটা স্বস্তি ফিরেছে টিম ম্য়ানেজমেন্টের অন্দরে। সেই ফর্ম ধরে রাখাই লক্ষ্য এবার নীতিশ রানার। 
 

511

শেলডন জ্যাকসন-
প্রথম দুটি ম্যাচে কেকেআরের হয়ে খেলেছিলেন শেলডন জ্যাকসন। ব্যাট হাতে সফল না হলেও তার উইকেট কিপিংয়ের প্রশংসা করেছিলেন সলেই। স্বয়ং সচিন তেন্ডুলর শেলডন জ্যাকসনের একটি স্টাম্প আউট ধোনির সঙ্গে তুলনা করেছিলেন। মাঝে কয়েকটি ম্য়াচ সুযোগ না পেলেও হায়দরাবাদের বিরুদ্ধে সুোগ পেয়েও ব্য়াট হাতে রান পাননি। কিপিংয়েও কিছু ভুল করেছেন। তবে রাজস্থানের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় শেলডন।
 

611

আন্দ্রে রাসেল-
এবারের আইপিএলে দেখা যাচ্ছে পুরোনো আন্দ্রে রাসেলকে। ব্য়াট হাতে যেমন বিধ্বংসী ইনিংস খেলছেন, তেমনই  বল হাতেও নিচ্ছেন উইকেট। গত ম্য়াচে সানরাইজার্সের বিরুদ্ধেও ২৫ বলে ৪৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে নিয়েছেন দুই উইকেট। তবে দলের পরপর দুটি হারে কিছুটা হতাশ রাসেল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরও একবার জ্বলে ওঠার অপেক্ষায় রাসেলের মাসেল পাওয়ার।  
 

711

সুনীল নারিন-
কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্রের নাম সুনীল নারিন। তার মিস্ট্রি স্পিনের মায়াজাল যে এখনও বিপক্ষের ব্যাটসম্য়ানরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি সেই কথা বারবার প্রমাণিত হয়েছে। এবার বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন ক্যারেবিয়ান তারকা স্পিনার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে সুনীল নারিন। 

811

প্যাট কামিন্স-
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্যাট কামিন্সের বিধ্বংসী ব্যাটিং এবারের আইপিএলের অন্যতম সেরা ইনিংস। কিন্ত বল হাতে এখনও ছন্দে ফিরতে পারেননি টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান বোলার। তবে প্যাট কামিন্স আসায় দলের শক্তি অনেকটা বেড়েছে তা মেনে নিয়েছেন সকলেই। ব্যাটের পাশাপাশি তার আসল শক্তি বোলিংয়েও এবার সেরাটা দেওয়াই লক্ষ্য অজি তারকার। 

911

উমেশ যাদব-
বর্তমানে আইপিএল ২০২২-এ বেগুনী টুপির অন্যতম দাবিদার হয়ে উঠেছেন কেকেআরের অভিজ্ঞ পেসার উমেশ যাদব। বল হাতে রীতিমত আগুন ঝরাচ্ছেন উমেশ। নিজের ছন্দ ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী কেকেআর তারকা পেসার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে উইকেট না পেলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরও একবার সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত  'বিদর্ভ এক্সপ্রেস' ।

1011

বরুণ চক্রবর্তী / অনুকুল রায়-
কেকেআরেল স্পিন অ্যাটাকের অপর সেরা অস্ত্র মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তবে আইপিএল ২০২২-এ এখনও পর্যন্ত নিজের চেনা ছন্দে আসতে পারেননি তিনি। অনেক রানও খরচ করে ফেলছেন তিনি।  রাজস্থানের বিরুদ্ধে ছন্দে ফিরতে মরিয়া বরুণ। তবে আজকের ম্য়াচে বরুণ চক্রবর্তীর জায়গায় দলে সুযোগ দেওয়া হতে পারে আরেক স্পিনার অনুকুল রায়কে। বাঁ-হাতি স্পিনার সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন।
 

1111

শিবম মাভি-
আইপিএল নিলামে শিবম মাভির পেছনে অনেক টাকা খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু যে কটি ম্য়াচে সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। গত ম্য়াচে অমন খান খেললেও তাকেও খুব একটা আহামরি মনে হয়নি। সেই জায়গায় রাজস্থানের বিরুদ্ধে ফের দলে ফিরতে পারেন শিবম মাভি। 


 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos