২০২১ সালে বিয়েটা সেরে ফেলেন ক্যারেবিয়ান তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি পোস্ট করেছিলেন পুরান। ক্যাপশনে তিনি লেখিছিলেন, "জেসাস আমায় জীবনের নানা জিনিসে আশীর্বাদ করেছেন। এবার আমার জীবনে ক্যাথরিন মিগুয়েলকে এনে জেসাস আমার জীবনকে সম্পূর্ণ করেছেন। মিস্টার ও এবং মিসেস পুরানকে স্বাগত।"