২০১১ সালে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের ফ্যানেদের তৎকালীন ভারতীয় উইকেট রক্ষক এমএস ধোনকে খুব একটা পছন্দ করতেন না. তারা মনে করতেন ধোনির কারণেই ভারতীয় দল থেকে বাদ পড়েছছেন গম্ভীর। এবার শ্রেয়স আইরয়র ভক্তরা মনে করেন ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পন্থের কারণেই দিল্লি দলের অধিনায়কত্ব হারিয়েছেন শ্রেয়সয