আইপিএল নিলামের ইতিহাসে প্রতিবছর সব থেকে দামি ক্রিকেটার কারা হয়েছেন, দেখে নিন তালিকা

Published : Feb 10, 2022, 10:00 PM IST

শনি ও রবিবার বসতে চলেছে আইপিএলের মেগা নিলামের (IPL 2022 Mega Auction)আসর। আইপিএল ২০২২ (IPL 2022) -এর নিলামকে ঘিরে চড়ছে উন্মদনা ও উত্তেজনার পারদ। ১০ দলের মেগা নিলামে (10 Teams Mega Auction) কোন দল কোন ক্রিকেটারদের জন্য দর হাকায় তা দেখার অপেক্ষায় সকলেই। তার আগে দেখে নিন ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের ইতিহাসে (IPL History) প্রতিবছরের বিচারের সব থেকে দামি ক্রিকেটার কারা হয়েছিলেন।   

PREV
114
আইপিএল নিলামের ইতিহাসে প্রতিবছর সব থেকে দামি ক্রিকেটার কারা হয়েছেন, দেখে নিন তালিকা

২০০৮ আইপিএল-
২০০৮ সালে প্রথম আইপিএলে মূল আকর্ষণ ছিল এমএস ধোনিকে কেন্দ্র করে। তার আগে ২০০৭ সালে দেশকে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। তাঁকে নেওয়ার জন্য লড়াই চলে চেন্নাই এবং মুম্বইয়ের। শেষ পর্যন্ত ৯ কোটি ৫০ লক্ষ টাকায় ধোনিকে নেয় সিএসকে।
 

214

২০০৯ আইপিএল-
২০০৯ সালের আইপিএলে ভারতীয়রা নন, সব চেয়ে দাম পেয়েছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ এবং কেভিন পিটারসেন। ফ্লিনটফকে কিনেছিল চেন্নাই সুপার কিংস এবং পিটারসেনকে নিয়েছিল রয়্য়াল চ্য়ালঞ্জার্স ব্যাঙ্গালোর। ২ ইংরেজ ক্রিকেটারকে নিতেই খরচ পড়েছিল ৯ কোটি ৮০ লক্ষ টাকা।

314

২০১০ আইপিএল-
২০১০ সালে আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কায়রন পোলার্ডকে ৪ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তিনি এখনও মুম্বইতে খেলেন। একই দামে কলকাতা কিনেছিল নিউজিল্যান্ডের পেসার শেন বন্ডকে।

414

২০১১ আইপিএল-
২০১১ সালে কলকাতা ১৪ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে কেনে গৌতম গম্ভীরকে। অধিনায়কের জন্য তাঁকে দলে নেওয়া প্রয়োজন ছিল কলকাতার। নিলামে দিল্লির সঙ্গে দড়ি টানাটানি চলতে থাকে তাদের। শেষ পর্যন্ত গম্ভীরকে জিতে নেয় কলকাতাই। গম্ভীরের অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়নও হয় কেকেআর। 

514

২০১২ আইপিএল-
২০১২ সালে আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার ছিলেন রবীন্দ্র জাদেজা। তাকে দলে নেওয়ার জন্য শেষ পর্যন্ত ঝাপায় চেন্নাই সুপার কিংস। ১২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে  শেষ পর্যন্ত জাড্ডুকে জেতে ধোনির দল। 

614

২০১৩ আইপিএল-
২০১৩ সালের আইপিএল নিলামে সবথেকে দামি ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্য়াক্সওয়েল। ৬ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করে তাঁকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু আশানরূপ পারফরমেন্স করতে পারেননি অজি তারকা।

714

২০১৪ আইপিএল-
২০১৪ সালে আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং। ১৪ কোটি টাকায় তাকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই বছর ব্য়াট হাতেও আরসিবির হয়ে ভালো পারফর্ম করেছিলেন যুবরাজ সিং।

814

২০১৫ আইপিএল-
২০১৫ সালের আইপিএলেও সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন যুবরাজ সিং। ২০১৪ সালের থেকেও ২ কোটি টাকা বেশি দাম পেয়েছিলেনম তিনি। ১৬ কোটি টাকা দিয়ে দিল্লি ডেয়ারডেভিলস কিনেছিল যুবরাজ সিংকে।

914

২০১৬ আইপিএল-
২০১৬ সালে আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। ৯ কোটি ৫০ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছিল রয়্যাস চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর।  পরে সিএসকে থেকে অবসর নেন তিনি।

1014

২০১৭ আইপিএল-
২০১৭ সালের আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন ইংল্য়ান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস।  ১৪ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে  তাকে কিনেছিল সেবারের নতুন আইপিএল দল রাইজিং পুনে সুপার জায়ান্টস।
 

1114

২০১৮ আইপিএল-
২০১৮ সালের আইপিএলেও সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন বেন স্টোকস। ১২ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস দল। ২০২২ আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ তারকা অলরাউন্ডার।

1214

২০১৯ আইপিএল-
২০১৯ সালে ২ ভারতীয় ক্রিকেটার ছিলেন সব চেয়ে দামি। বরুণ চক্রবর্তীকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কেনে কলকাতা। দুবাইয়ে তিনি বুঝিয়ে দেন যে কেন তাঁকে এত দাম দিয়ে কিনেছিল কলকাতা। অন্য দিকে জয়দেব উনাদকটকে একই দামে কিনেছিল রাজস্থান রয়্যালস। 

1314

২০২০ আইপিএল-
২০২০ সালের আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্য়াট কামিন্স।  ১৫ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে প্যাট কামিন্সকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হয়ে ভালো পারফর্মও করেছিলেন তিনি।

1414

২০২১ আইপিএল-
২০২১ সালের আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার ছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। তাকে ১৬.২৫ কোটি দিয়ে তাকে কেনে রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে  ক্রিস মরিসই এখনও পর্যন্ত সবথেকে দামি ক্রিকেটার। 

Read more Photos on
click me!

Recommended Stories