ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কিন্তু স্বামী যদি স্ত্রীর পরনের কোনও জিনিস পড়ে নেয়, তাহলে সেটা জানলে রেগে যাওয়াটাই স্বাভাবিক। আর তেমনটাই হয়েছে নতাসা স্তানোকোভিতের সঙ্গে। নিজের জিনিস হার্দিককে পড়ে থাকতে অবস্থায় হাতে নাতে ধরেছে তার স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন সার্বিয়ান মডেল-অভিনেত্রী।