আইপিএলের ইতিহাসে সেরা ১০ উইকেট শিকারী কোন বোলাররা, দেখে নিন তালিকা

আইপিএল (IPL) শুরু হতে বাকি হাতে গোনা কয়েকটা দিন। তারপরই আগামি ২৬ মার্চ থেকে  শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022) ।  প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার আগে প্রতিটি দল জোরকদমে চালাচ্ছে তাদের অনুশীলন। আইপিএলের অপেক্ষায় দিন গুনছেন বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা (Cricket Lovers)। আইপিএলের কাউন্ট ডাউনের মধ্যেই আইপএলের নানা রেকর্ড (Record) নিয়েও জানার কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। আজ আপনাদের জানাবো  টুর্নামেন্টের ইতিহাসে সেরা ১০ বোলারের (Top 10 Bowlers) তালিকা। যাদের ঝুলিতে রয়েছে সবথেকে বেশি উইকেট। 
 

Sudip Paul | Published : Mar 23, 2022 3:04 PM
110
আইপিএলের ইতিহাসে সেরা ১০ উইকেট শিকারী  কোন বোলাররা, দেখে নিন তালিকা

১. নাম- লাসিথ মালিঙ্গা
আইপিএল থেকে অবসর নিয়েছেন প্রতিযোগিতার ইতিহাসে সবথেকে বেশি উইকেট শিকারী বোলার লাসিথ মালিঙ্গা। আইপিএলে কেরিয়ারে একটি দলের হয়েই খেলেছেন শ্রীলঙ্কার লেজেন্ড বোলার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে মোট ১২২টি ম্যাচ খেলেছেন লাসিথ মালিঙ্গা। মোট ৪৭১ ওভার বল করেছেন তিনি। উইকেট সংখ্যা ১৭০টি। বস্ট বোলিং ফিগার ১৩ রানে ৫ উইকেট। ইকোনমি রেট ৭.১৪। এবার আইপিএলের রাজস্থান রয়্যালস দলের বোলিং কোচ হিসেবে দেখা যাবে তাকে।
 

210

২. নাম- ডোয়াইন ব্র্যাভো
আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় নাম্বারে রয়েছেন সিএসকের দীর্ঘ বছরের যোদ্ধা ক্যারেবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। আইপিএল ২০২২-এও তাকে দেখা যাবে সিএসকের হয়ে খেলতে। নিজের দীর্ঘ আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১৫১ টি ম্যাচ খেলেছেন ব্রাভো। মোট ৪৮৬ ওভার বল করেছেন তিনি। উইকেট নিয়েছেন  ১৬৭টি। সেরা বোলিং ২২ রান দিয়ে ৪ উইকেট। ইকোনমি রেট ৮.৩৫। এার আইপিএলে মালিঙ্গাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ব্রাভোর।
 

310

৩. নাম- অমিত মিশ্র
এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন ভারতীয় তারকা লেগ স্পিনার অমিত মিশ্র। স্পিনাররাও যে টি২০ ক্রিকেটে সফল হতে পারেন তা প্রমাণ করেছেন অমিত মিশ্র। তবে এবার আইপিএল নিলামে তাকে কেনেনি কেউ।  নিজের আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১৫৪ টি ম্যাচ খেলেছেন তিনি। মোট ৫৪১ ওভার বল করেছেন তিনি। উইকেট নিয়েছেন ১৬৬টি । সবথেকে ভালো বোলিং ফিগার ১৭ রানে ৫ উইকেট। ইকোনমি রেট ৭.৩৫।
 

410

৪. নাম- পীযুষ চাওলা
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি উইকেট শিকারীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় তারকা লেগ স্পিনার পীযুষ চাওলা। আইপিএল কেরিয়ারে বিভিন্ন দলে খেলেছেন তিনি। কেকেআরের আইিপিএল জয়ী দলের সদস্য। তবে এবার আইপিএলে দল পাননি তিনি।  এখনও পর্যন্ত নিজের আইপিএল কেরিয়ারে ১৬৫ টি ম্য়াচ খেলেছেন তিনি। বল করেছেন ৫৪৬ ওভার। উইকেট ১৫৭টি। সর্বোচ্চ বোলিং ফিগার ১৭ রান দিয়ে ৪ উইকেট। ইকোনমি রেট ৭.৮৮।  
 

510

৫. নাম- হরভজন সিং
এই তালিকায় ৫ নম্বরে রয়েছে আরও এক কিংবদন্তী ভারতীয় স্পিনার হরভজন সিং। শেষবার কেকেআরের হয়ে খেলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তারকা অফ স্পিনার। নিজের আইপিএল কেরিয়ারে মুম্বই ও চেন্নাইয়ের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন তিনি। আইপিএল কেরিয়ারে ১৬৩টি ম্য়াচ খেলেছে তিনি। বল করেছেন ৫৬৯ ওভার। মোট উইকেট নিয়েছেন ১৫০টি। সর্বোচ্চ বোলিং ফিগার ১৮ রানে ৫ উইকেট। ইকোনমি রেট ৭.৭।
 

610

৬. নাম- রবিচন্দ্রন অশ্বিন
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি উইকেট শিকারীর তালিকায় ষষ্ঠস্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার আইপিএলে রাজস্থানের হয়ে খেলবেন ভারতীয় তারকা অফ স্পিনার। আইপিএল কেরিয়ারে ১৬৭টি ম্য়াচ খেলেছেন তিনি। বল করেছেন ৫৮৩ ওভার। উইকেট নিয়েছেন ১৪৫টি। সবথেকে ভালো বোলিং ফিগার ৩৪ রান দিয়ে ৪ উইকেট। এছাড়া ইকোনমি রেট ৬.৯১। 

710

৭. নাম- সুনীল নারিন
এই তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘ দিনের লড়াকু সৈন্য মিস্ট্রি স্পিনার ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের। এবার কেকেআর তাকে নিলামের আগেই রিটেন করেছে। নিজের আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১৩৪টি ম্যাচ খেলেছেন নারিন। বল করেছেন ৫২০ ওভার। তার স্পিনের জালে ফাঁসিয়ে নিয়েছেন মোট ১৪৩ টি উইকেট। সবথেকে ভালো বোলিং ফিগার ১৯ রান দিয়ে ৫ উইকেট। ইকোনমি রেট ৬.৭৪।

810

৮. নাম- ভূবনেশ্বর কুমার
এই তালিকায় আট নম্বরে রয়েছে ভারতীয় তারকা পেসার ভুবনেশ্বর কুমার। বেশ কিছু বছর ধরেই তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ক্রিকেট খেলছেন। এবারও সেই দলেই দেখা যাবে তাকে। এখনও পর্যন্ত নিজের আইপিএল কেরিয়ারে ১৩২টি ম্যাচ খেলেছেন তিনি। বল করেছে মোট ৪৯১ ওভার। এখনও পর্যন্ত তার উইকেটের সংখ্যা ১৪২টি। ভুবির ইকোনমি রেট ৭.৩০। 

910

৯.  নাম- যুজবেন্দ্র চাহল
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি উইকেট শিকারীর তালিকায় নবম স্থানে রয়েছেন ভারতীয় তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। গতবার পর্যন্ত আরসিবিতে খলেছেন তিনি। এবার নিলামে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিজের আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত মোট ১১৪টি ম্য়াচ খেলেছেন যুজবেন্দ্র চাহল।  মোট বল করেছেন ৪০৮ ওভার। মোট উইকেট নিয়েছেন ১৩৯টি। ইকোনমি রেট ৭.৫৯।

1010

১০. জসপ্রীত বুমরা-
এই তালিকার একেবারে শেষে ১০ নম্বর স্থানে রয়েছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। এবার তাকে রিটেন করেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল। নিজের আইপিএল কেরিয়ারে এখনও মোট ১০৬টি ম্য়াচ খেলেছেন জসপ্রীত বুমরা। মোট বল করেছেন ৪০৩ ওভার। এখনও পর্যন্ত মোট ১৩টি উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ৭.৪১।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos