রিঙ্কু সিং-
গুজরাট, দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে দলে সুযোগ পেয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন নীতিশ রানা। কিন্তু গত ম্য়াচে লখনউয়ের বিরুদ্ধে বড় রাম পাননি তিনি। শেষের তিনটি ম্যাচ ব্য়াটে ফের একবার নিজের জাত চেনানোই লক্ষ্য রিঙ্কু সিংয়ের। একইসঙ্গে ফিল্ডিংয়ে দলের হয়ে গুরুত্বপূর্ ভূমিকা পালন করছেন তিনি।