ব্যক্তিগতবাবে নির্ভানি উমরাও খুব ভালো মনে মানুষ। নির্ভানীর রূপ সকলকে মুগ্ধ করে। শুধু যে সুন্দরী তেমনটা নয়, তার হটনেস সকলকে ঘায়েল করে। সকলেই প্রশংসা করে তার সৌন্দর্যের। শিমরন হেটমায়ার ও নির্ভানী উমরাও কখনও তাদের সম্পর্কের কথা গোপন রাখেননি। ক্যারেবিয়ান তারকা সকলকে প্রথম থেকেই জানিয়েছেন নির্বানির সঙ্গে তার সম্পর্কের কথা।