নারায়ণ জগদিশান-
২৪ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান চেন্নাইয়ের ঘরের ছেলে। টপঅর্ডার থেকে মিডল অর্ডার সমস্ত জায়গায় ব্যাটিং করতে পারেন তিনি। বয়স বাড়তে থাকা আম্বাতি রায়ডু কিংবা কেদার যাদবের বদলে, নারায়ণকে খেলিয়ে দেখে নেওয়ার কথা ভাবতেই পারেন প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার এই ব্যাটসম্যান শেষ চার বছরে ওই লিগে মোট ১২৪০ রান করেছেন। এছাড়া তামিলনাড়ুর প্রথম শ্রেণীর দলেও নিয়মিত সুযোগ পান তিনি।