মহেন্দ্র সিং ধোনিঃ
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ৩ বার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। ১৯০ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৪৩২ রান। সর্বাধিক স্কোর ৮৪, গড় ৪২.৩০, স্ট্রাইক রেট ১৩৭.৮৫। দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপশি ব্যাট হাতে ধোনি ধামাকা চালিয়ে যাওয়াই আইপিএল টোয়েন্টি টোয়েন্টিতে ধোনির অন্যতম লক্ষ্য।