ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ক্রিকেটীয় কেরিয়ারের মতোই ব্যক্তিগত জীবনও গিয়েছে ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে। ম্যাচ ফিক্সিং বিতর্কে জড়িয়ে আজহারউদ্দিনের কেরিয়ার থেমে গিয়েছিল আচমকাই। আজহারউদ্দিন দু'বার বিয়ে করেন ঠিকই, কিন্তু দু'বারই তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ১৯৮৭ সালে আজহারউদ্দিন বিয়ে করেন নউরিনকে। আজহার-নউরিনের দুই সন্তানও আছে। ১৯৯৬ সালে আজহারউদ্দিনের বিয়ে ভাঙে। এরপর কিংবদন্তি ব্য়াটার বিয়ে করেন অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে। কিন্তু ২০১০ সালে এসে আজহার-সঙ্গীতার বিবাহ ভেঙে যায়।